""ভারতের মানুষ যদি বিবেকানন্দকে ভুলে যায় তা হবে মৃত্যুর সমান ""
" আমেরিকার সুবিখ্যাত বিবেকানন্দ-গবেষক মেরি লুইস বার্ক লিখেছেন ,
' ভারতবর্ষের মানুষ যদি কোনদিন বিবেকানন্দকে ভুলে যায় তাহলে তা হবে তাদের মৃত্যুর সমান। '
**স্বামীজির মহাপ্রয়াণ দিবসে, বিশেষ নিবেদন।।*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
( ৪ ঠা জুলাই ১৯০২ ) স্বামী বিবেকানন্দের দেহান্ত ঘটেছে , বেলুড় মঠের যেখানে বিবেকানন্দ মন্দির এখন , সেখানে তাঁর মরদেহ রাখা হয়েছে। এরপর চিতায় অগ্নিসংযোগ করা হলো , দাউ দাউ করে আগুন জ্বলছে।...( ভগিনী ) নিবেদিতাও একটু দূরে দাঁড়িয়ে দেখছেন।...
গভীর দুঃখের সঙ্গে নিবেদিতা দেখলেন , চিতার আগুন আস্তে আস্তে গ্রাস করছে স্বামীজীর দেহকে এবং সেই আগুন প্রায় ছুঁতে চলেছে সেই উত্তরীয়টিকেও। নিবেদিতা ভাবছেন -- ' হায় ! ঐ উত্তরীয়টিও পুড়ে ছাই হয়ে যাবে ! ওটি যদি স্বামীজীর স্মৃতি হিসাবে রাখতে পারতাম ! '
লেলিহান অগ্নিশিখা তখন চাদরটিকেও ছুঁয়ে ফেলেছে। হঠাৎ একটা দমকা হাওয়া উঠল গঙ্গা থেকে। ঐ চাদরটির একটি অংশ উড়িয়ে নিয়ে ফেলল নিবেদিতার সামনে। নিবেদিতা চাদরটিকে সাগ্রহে নিয়ে মাথায় ছোঁয়ালেন। পরে আমেরিকায় মিস ম্যাকলাউডকে লিখছেন :
' আমি চেয়েছিলাম ঐ চাদরটিকে তোমার জন্য রাখতে , কিন্তু আগুন ধরে গিয়েছিল তাতে। ভাবলাম , সেটিও শেষ হয়ে যাবে ? আমার জন্য , তোমার জন্য স্বামীজীর শেষ দিনের স্মৃতি আর কিছু থাকল না ? জো , তখনি গঙ্গার হাওয়া ওটিকে তুলে আমার সামনে ফেলে দিল। আমি ওটি রেখে দিয়েছি তোমার জন্য। আর জান , যখন চাদরটির টকরো আমার কাছে এসে পড়ল , আমার কী মনে হলো ? তখন আমার মনে হলো , গুরুদেব যেন পৃথিবীর অপর প্রান্ত থেকে একটি বার্তা পাঠিয়েছেন , যেন একটি চিঠি। তা-ই আমার ধারনা। প্রিয় য়ুম ( ম্যাকলাউড ) , আমাদের স্বামীজী মারা যাননি -- তিনি মৃত নন। তিনি জীবিত চিরজীবিত ! '
ঠিক তা-ই। স্বামী বিবেকানন্দ যুগ-যুগান্তরে একইভাবে জীবিত থাকবেন।...( স্বামীজী) বলছেন :
' এমনও হতে পারে যে , আমি হয়তো বুঝব -- এই দেহের বাইরে চলে যাওয়া , এই দেহকে জীর্ন পোশাকের মতো ফেলে দেওয়াই আমার পক্ষে হিতকর। কিন্তু আমি কোনদিন কর্ম হতে ক্ষান্ত হব না। যতদিন না সমগ্র জগৎ ঈশ্বরের সঙ্গে একত্ব ( #Oneness ) অনুভব করছে , ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরনা জাগাতে থাকব। '
নিবেদিতার মতো জোসেফিনও বিশ্বাস করতেন , স্বামীজী চিরজীবিত। তাঁর মৃত্যু নেই। একবার বেলুড় মঠে একজন সন্ন্যাসী তাঁর কাছে বলেছিলেন : ' Swamiji was... ' তাঁকে থামিয়ে দিয়ে বৃদ্ধা জোসেফিন জ্বলন্ত চোখে বললেন :
' What ? Swamiji was ? No , Swamiji is , my boy , Swamiji is ! '
সেই মৃত্যুঞ্জয়ী বিবেকানন্দই আসল বিবেকানন্দ। জগতের মানুষ কি তাঁকে চিনেছে ? যিনি তাঁর ললাটে মৃত্যুঞ্জয়ী-ভাগ্যলিখন নিয়ে জন্মেছিলেন , তাঁকে কি আমরা চিনেছি ? জানি না। তবে তিনি স্বয়ং বলেছিলেন :
' কে আমি তা লেখা আছে আমার ললাটে। যদি তার পাঠোদ্ধার করতে পার , ধন্য তুমি। আর যদি না পার , তাহলে দুর্ভাগ্য তোমাদের , আমার নয়। '"
( সূত্র : ' জাগরনের মহান অগ্রদূত স্বামী বিবেকানন্দ ' -- বিবেকচেতনায় উদ্ভাসিত জগৎ।। ' ( উদ্বোধন )
কোন মন্তব্য নেই