৬দিনের মাথায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অপসারিত , তৃণমূল কঠিন দল দুর্নীতি কে বরদাস্ত করবে না বললেন মমতা
নয়া ঠাহর,কলকাতা; শিক্ষা মন্ত্রী পার্থ চট্টপাধ্যাযের ঘনিষ্ট অর্পিতা মুখার্জী র দুটি ফ্ল্যাট থেকে ৫১কোটি টাকা ও সোনা পাওয়ার অভিযোগে ইডি র হাতে ধৃত পার্থকে আজ অপসারণ করা হল।তার হাতে থেকে শিল্প ,পরিষদীয় সহ অন্য দপ্তর মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন। তৃণমূল দলের মহাসচিব থেকেও সরিয়ে দেওয়া হল। ৫০০ দিন ধরে টেট পরীক্ষা তে উর্ত্তীণ বৈধ সফল প্রার্থীরা অবস্থান ধর্মঘট করছেন। তাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে আন্দোলন কারি নেতার সঙ্গে আজ তৃণমূল দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করেন। সম্ভবত তাদের চাকরি হতে পারে। আজ বগুইহাটি র অর্পিতার এক ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে পার্থ র মেয়ে সোহিনী নামে এক বাগান বাড়িতে গতকাল রাতে চুরি হয়।বহু নথি পত্র সরিয়ে নেওয়া হয়। পার্থ কে জাগো বাংলা জাগো র সম্পাদক থেকে ও সরানো হল। সংগঠনের কোনো পদে থাকবেন না বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান। সুখেন্দু শেখার রায় কে সম্পাদক পদে বসানো হল।
কোন মন্তব্য নেই