Header Ads

ব্রহ্মপুত্র উপত্যকাতে ডাক্তার অর্ধেন্দু কুমার দে র মত আর বাঙালি নেতা জন্মাবে না

 নয়া ঠাহর ,গুয়াহাটি :ডাক্তার অর্ধেন্দু কুমার দে,দু দুই বারের প্রাক্তন মন্ত্রী  অসমের  বাঙালি  জীবনে  ,আর্থ সামাজিক রাজনৈতিক  ভাগ্য পরিবর্তনে  উল্লেখ  যোগ্য   অবদান রেখে গেলেন। তিনি পারেন নি  ,চেষ্টা করেছেন বাঙালির প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠতে।  ৮৪ বছর  বয়সে     মঙ্গলবার রাতে  গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে  মৃত্যু র ৪দিন আগে হজাই এ তার বাড়ি থেকে  টেলিফোনে   কিছু করে যেতে না পারার মর্ম বেদনা প্রকাশ করলেন।   হিতেস্বর   সাইকিয়া কংগ্রেস মন্ত্রী সভা এবং তরুণ গগৈ এর কংগ্রেস মন্ত্রিসভার খাদ্য ,   কৃষি , সেচ  বিভাগের মন্ত্রী ছিলেন। ১৯৪১সালে বদরপুরে জন্ম  ,  ১৯৮৫সালে প্রথম লামডিং থেকে ইউ এম এফ দলের   বিধায়ক পদে জয় লাভ করে   রাজনীতি জগতে প্রবেশ করেন। তিনি কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করে  লামডিং  সিভিল হাসপাতালে ডাক্তারি করার সময় পদত্যাগ করে   গোলাম  ওসমানীর নব গঠিত ইউ এম এফ দলে  যোগ দেন। হজাই এর শান্তি রঞ্জন দাশগুপ্ত সহ ১৭জন  বিধায়ক পদে জয়ী হয়ে বিধানসভা যান। ডাক্তার দে র সেই উত্থান ,পরে কংগ্রেস দলে যোগ দেন। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সভাপতি ছাড়াও বিভিন্ন  বাঙালি সংগঠনে র সঙ্গে জড়িয়ে পড়েন।তিনি হাজার ব্যস্ততার মধ্যেও বই পড়তেন  কবিতা লিখতেন।    অসম বিধানসভায়  অধ্যক্ষ  প্রণব গগৈ যখন  অসমীয়া র  সংজ্ঞা নির্ণয় করে তার এই প্রস্তাব বিধানসভায় পেশ করার সঙ্গে সঙ্গে  ডাক্তার অর্ধেন্দু কুমার দে  সেই প্রস্তাবের কপি কেড়ে নিয়ে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দেন। সারা দেশে খবর হয়েছিল।বাঙালি জনগোষ্ঠী বিরোধী সেই প্রস্তাব আর গৃহীত হয় নি। অসমে ডিটেনসন ক্যাম্প এ  বিনা বিচারে  ভরে  দেওয়া,ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও যাক তাকে বিদেশি নোটিশ ইস্যুর বিরুদ্ধে ডাক্তার  দে জোরদার আন্দোলন করে ছিলেন। আজও হ্যা আজও বিজেপি  আমলেও   সেই  অত্যাচার চলছে।, বন্ধ হয় নি। অর্ধেন্দু দে  কংগ্রেস  ঘরানার মানুষ হয়েও  রাজনীতিতে  পদের লোভ  সংবরণ করতে পারেন নি।জীবনের শেষ লগ্নে বিজেপি দলে যোগ  দিয়ে নিজের ওজন কমালেন।  বিজেপি সরকার তাকে যোগ্য সম্মান  দিল না। বড় অনাদর বড় অবহেলা কে সঙ্গী করে বিদায় নিলেন। আজ তার নিজের শহর হজাই এ তারই হাতে নির্মিত শ্মশান   "শান্তি বনে "তার ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।তিনি বলতেন শান্তিবন তাঁর আত্মা  সেই পবিত্র মাটিতে দেহ  রাখবেন।আজ হজাই  শহরে শত শত গুণমুগ্ধ  মানুষ বিজেপি কংগ্রেস সহ সব  দল  সংগঠন জনগোষ্ঠী   ভাষা ভাষীর  মানুষ তাদের প্রিয় ডাক্তার বাবুকে শেষ  শ্রদ্ধা জানান।   দৈনিক যুগসংখ র কর্ণধার বিজয় কৃষ্ণ নাথ   গভীর শোক প্রকাশ করে বলেন  ডাক্তার দে র মৃত্যু একটা  যুগের অবসান হল। তিনি যুগসংখ র  বন্ধু ছিলেন।ডাক্তারি করার  পরেও  তার সহরের এজেন্ট হিসাবে কাজ করতেন এমন কি ছোটখাট খবর ও পাঠাতেন।তার মৃত্য অপূরণীয় ক্ষতি হল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.