তৃতীয়তম ভারতীয় নৃত্য উৎসব সম্পন্ন
#প্ৰজেক্সেল ফাউণ্ডেশ্যনের তৃতীয়তম ভারতীয় নৃত্য উৎসবের সফল অনুষ্ঠান#
নয়া ঠাহর,গুয়াহাটি: গত ২৪শে জুলাই, রবিবারে গুয়াহাটির লোহিয়া লায়ন্স ক্লাবের প্রেক্ষাগৃহে প্রতিষ্ঠাতা পৰিচালিকা সীমা পুরকায়স্থ রায় আর অভিজিত রায়ের যৌথ পরিচালনায় প্ৰজেক্সেল ফাউণ্ডেশ্যনের তৃতীয়তম ভারতীয় নৃত্য উৎসব/২০২২, অনুষ্ঠিত করা হয়। ভারত সেবা আশ্রমের স্বামীজী স্বামী ধ্যানত্মানন্দ জী প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সন্মানিত অতিথি রূপে উপস্থিত থাকেন - উত্তর-পূর্বে কত্থক নৃত্যর পথ প্রদর্শক শ্রী বিপুল দাস, ওডিসি নৃত্যর প্রথিতযশা শিল্পী শ্রীমতী অঞ্জনাময়ী শইকীয়া, ভারতনাট্টম নৃত্য বিশেষজ্ঞ ও শিক্ষয়িত্ৰী শ্রীমতী নিবেদিতা তরফদার,আসাম ডাউন টাউন বিশ্ববিদ্যালয়ের ডীন শ্রী উৎপল দত্ত, সাহিত্যিক শ্ৰীমতী নম্ৰতা দত্ত, প্রাক্তন বিধায়ক তথা বিজেপির রাজ্যিক কাৰ্যনিৰ্বাহী সদস্য মুক্তার হুসেন খান, সমাজসেবী লেখিকা কবি শ্রীমতী দীপান্বিতা মুখাৰ্জী খান। পশ্চিম বঙ্গ,ত্রিপুরা আর আসামের নলবারী, বঙাইগাঁও, কাছার ইত্যাদি বিভিন্ন অঞ্চলের প্রায় নব্বই সংখ্যক অংশ গ্ৰহণকারী নৃত্য শিল্পী ভারতনাট্টম, কত্থক, ওডিসি,মোহিনীআট্টম, সত্রিয়,বিহু, বাংলা, ভাংরা আর বিভিন্ন লোক নৃত্যে অনন্য প্রতিভা প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন। প্ৰজেক্সেল ফাউণ্ডেশ্যনের দ্বারা নৃত্য শিল্পীদের মানপত্ৰ প্ৰদান করে সন্মানীত করা হয়।
কোন মন্তব্য নেই