দুজনে দুই মেরুর বাসিন্দা মমতা -হিমন্ত , দার্জিলিং এ সৌজন্য সাক্ষাৎকার ঘিরে হাজার প্রশ্ন
নয়া ঠাহর, কলকাতা :পশ্চিম বঙ্গের রাজ্যপালের গ্রীষ্মকালীন আবাস ঠান্ডা র দার্জিলিং এ বসে জগদীপ ধনখর দুই মুখ্য মন্ত্রীর রাষ্ট্রপতির পদ প্রাথী নিয়ে অভিমত অনুধাবনের চেষ্টা করেন। শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় অসম সরকারের প্রসংসা করে বলেন কামাখ্যা ধাম সফরের সময় তাকে খুব সম্মান জানানো হয়েছিল তাই তিনি কৃতজ্ঞ, বঙ্গের উত্তরীয় পড়ান হিমন্ত বিশ্ব শর্মার গলায় ।। বলেন অসমে বঙ্গের লাখ লাখ মানুষ থাকেন ,তাই দুই রাজ্যে র মধ্যে সু সম্পর্ক রেখে চলা উচিত। বঙ্গের বাম নেতা মহম্মদ সেলিম সাংসদ অধীর চৌধরী বলেন বিজেপি তৃণমূল দল দুটি টাকার এপিঠ আর ওপিঠ।দুই দল ভেতরে মিলে চলে বাইরে কাজিয়া করে। দার্জিলিং এর এক সূত্র দাবি করে হিমন্তের অনুরোধ মেনে এবং কিছু শর্ত আরোপ করে মমতা দ্রূপদী মুর্মু কে সমর্থন করবে বলে আশ্বাস দিয়েছেন।
কোন মন্তব্য নেই