অর্পিতার টাকা ভর্তি ৪টি বিলাসবহুল গাড়ি উধাও
নয়া ঠাহর,কলকাতা: সদ্য অপসারিত মন্ত্রী পার্থ চট্টপাধ্যায় ও বান্ধবী অর্পিতা মুখার্জী কে মুখমুখী বসিয়ে জেরা করা হচ্ছে। মেডিক্যাল চেকআপ করা হয়। টালিগঞ্জ ফ্ল্যাট থেকে ৪টি টাকা বোঝাই গাড়ি উধাও হয়ে গেছে। ইডি অর্পিতার ৩টি ব্যাংক একাউন্ট এর খোঁজ পাওয়া গেছে
২কোটি ২০লাখ টাকা আছে। অর্পিতার দুটি রিয়েল এস্টেট আছে। নামে বেনামে ভুয়া কোম্পানি ভুয়া একাউন্ট এর খোঁজ পাওয়া গেছে। রথ তলাতে এই ভুয়া এস্টেট সন্ধান পাওয়া গেছে।
কোন মন্তব্য নেই