জন সংখ্যা নিয়ন্ত্রন ছাড়া আর্থ ,সামাজিক , উন্নয়নে দেশ পিছিয়ে পড়বে :পদ্মশ্রী ইলিয়াস আলী
নয়া ঠাহর,গুয়াহাটি: ভারতে দ্রুত গতিতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর আর্থ সামাজিক সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা দিবস উপলক্ষে ডাক্তার ইলিয়াস আলী আশঙ্কা ব্যক্ত করে বলেন দেশের প্রাকৃতিক সম্পদের ভান্ডার ও ক্রমশ ফুরিয়ে আসছে। সবদিক থেকে জন্ম নিয়ন্ত্রনের উপর জোর দিতেই হবে।তিনি বলেন ভারতের জনসংখ্যা চীন কেও ছাড়িয়ে যাবে।তাঁর আশংকা সত্যি হল আজই রাষ্ট্র পুঞ্জ জানিয়ে দিল ভারত বিশ্বের এক নম্বর জনসংখ্যা র দেশে পরিণত হবে। রাজ্যের বিশিষ্ট ডাক্তার জন সংখ্যাবিশেষজ্ঞ পদ্মশ্রী ইলিয়াস আলী রাজ্যের জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন । নানা প্রতিকূলতার মাঝেও সংখ্যালঘু অঞ্চলে গিয়ে কাজ করছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাক্তার আলীর কাজ কে গুরুত্ত দিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে উচ্চ স্তরের কমিটি তে স্থান করে দিয়েছেন। ডাক্তার আলী দেশ বিদেশের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মানিত হয়েছেন ।
কোন মন্তব্য নেই