বিশ্ববাংলা সাহিত্য নিকেতনের অনুষ্ঠান শান্তিনিকেতনে
*বিশ্ববাংলা সাহিত্য নিকেতনের সাহিত্য সমন্বয় অনুষ্ঠান শান্তিনিকেতনে*
*বোলপুর* : শান্তিনিকেতনে একটি সাহিত্য সমন্বয় অনুষ্ঠান অনুষ্ঠিত হল গত ০৯/০৭/২২ তারিখে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিন্ন অঞ্চলের কবি লেখক সাংবাদিক ও গুণীজন। বিশ্ববাংলা সাহিত্য নিকেতন এর আয়োজনে একটা আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় অনুষ্ঠান বোলপুর উৎসর্গ মঞ্চে সারাদিন ব্যাপী চলে গুনীজন সম্মাননা ও কবিতা পাঠের আসর।
এই অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি সূচনা করেন বিশ্ববাংলা সাহিত্য নিকেতন এর প্রতিষ্ঠাতা যুথিকা দাস শিলচর, বিসানির যুগ্ম সম্পাদক সুব্রত বোস কলকাতা, সাংগঠনিক সম্পাদক সুব্রত চক্রবর্তী পশ্চিমবঙ্গ, বিসানি কলকাতা শাখার সাধারণ সম্পাদক সন্দীপন শীল,বিসানি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রাবণী ঘটক সরকার বহরমপুর, বিশেষ অতিথি সাণ্টু চৌধুরি, বাংলাদেশ, বিশেষ অতিথি আদিত্য মুখোপাধ্যায় সিউরি, মুক্ত কবি কণ্ঠের প্রতিষ্ঠাতা কাব্য নীল গৌহাটি।
অনুষ্ঠানে প্রায় দুশো কবি লেখক ভিন্ন ভিন্ন ভাষায় কবিতা আবৃত্তি করেন ও উনাদের কবি সম্মানে ভূষিত করা হয় আয়োজক সাহিত্য সংগঠন বিশ্ববাংলা সাহিত্য নিকেতন এর পক্ষ থেকে। আলোচনায় উপস্থিত ছিলেন কলকাতা শাখার সভাপতি আনন্দ প্রকাশনার সত্বাধিকারী সম্মানিত নিগমানন্দ মণ্ডল মহাশয় ও বিনোদন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্মানিত সুশান্ত ঘোষ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি প্রবীর দাস, কবি লক্ষ্মীকান্ত কর, কবি অহসিকা রহমান, বাংলাদেশ থেকে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি ও সমাজ সেবক সাণ্টু চৌধুরী মহাশয়।
এছাড়া অসমীয়া প্রায় একশো কুড়িজনও কবি অসমিয়া কবিতা পাঠ করেন।
সভায় উপস্থিত ছিলেন বিসানির কবি পরিচালকবৃন্দরা কবি ঝুমা দাস, কবি তপতী ঘোষ, কবিও কণ্ঠ শিল্পী নবলতা শীল, কবি ও সাংবাদিক হৈমন্তী ব্যানার্জী, বাচিক শিল্পী মধুমিতা বসু, কবি নীলিমা পাল বিশ্বাস, কবি গৌতম রায়, কবি কাকলি রায়, কবি পীযূষ ব্যানার্জী, কবি সম্পা দাস, কবি সুমিতা গোস্বামী দাস, কবি ও বাচিকশিল্পী শতাব্দী মজুমদার সাহু, কবি লুনা সিং প্রমুখ।
অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র কবিতা পাঠ করা হয়, তিনটি সাহিত্য পত্রিকা ও দুটি কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়, সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি বাচিকশিল্পী সন্দীপন শীল ও সংগ্রাম মিত্র।
কোন মন্তব্য নেই