কাছারের ডি সি কীর্তি জলি সহ রাজের অধিকাংশ ডিসি কে বদলি করা হল
নগাঁও জেলা শাসক বদলি
নগাঁও জেলার নতুন জেলাশাসক নরেন্দ্র কুমার সাহ।
সুনীল রায় নগাঁও ১২জুলাই :- নগাঁও জেলার জেলা শাসক নিসর্গ হিভরেক বদলি করা হয়েছে।নগাঁও জেলা শাসক হিসেবে কার্যনির্বাহ করা হিভরেক বদলি করা হয়েছে হাইলাকান্দি জেলাতে।আই এ এছ বিষয়া নিসর্গ হিভরেক হাইলাকান্দিতে বদলি করে আন্যএকজন আই এ এছ বিষয়া নরেন্দ্র কুমার সাহাকে নগাঁও জেলার জেলা শাসক হিসেবে হিভরের স্থালাভিসিক্ত করা হয়েছে। উল্লেখ্য যে চিরাং জেলার জেলা শাসক হিসেবে নরেন্দ্র কুমার সাহে কার্যনির্বাহ করতে ছিল।আই এ এছ বিষয়া নরেন্দ্র কুমার সাহ বড়োলেন্ড টেরিটরিয়েল রিজনর সচিব দায়িত্বে ছিল। জানতে পারা মতে এই আই এ এছ বিষয়া নিসর্গ হেভরের কাম কাজ নিয়ে অসন্তুষ্ট ছিল স্বয়ং মূখ্যমন্ত্রী।রাজ্যের ভিতরে অন্যতম বৃহৎ তথা অতি গুরুত্বপূর্ণ নগাঁও জেলার প্রশাসনিক কামকাজ সুচারু ভাবে পরিচালনাতে ব্যর্থ হয়েছিল আই এ এছ বিষয়া জন। দুই জন এ চি এছ বিষয়কে জেলা প্রশাসনের দায়িত্ব পরিচালনার গুরু দায়িত্ব অর্পণ করাকে নিয়ে সৃষ্টি হয়েছিল অরাজকতা।
কোন মন্তব্য নেই