Header Ads

শিলং এ এর শ্রীমন্ত শংকর দেব নামঘর, আসাম ক্লাব, বেদখল হবে? হিমন্ত বিশ্ব শর্মা কে অভিযোগ

নয়া ঠাহর , শিলং ::  শিলং শহরে  বেশ কয়েক হাজার অসমীয়া  জনগোষ্ঠীর মানুষ তাদের  নিজস্ব কৃষ্টি,  ভাষা ,সংস্কৃতি রক্ষা করে বেঁচে আছেন। এখন সেই সংস্কৃতি তে হুমকি এসেছে। লাবানের  ঐতিহাসিক  শ্রীমন্ত সংকর  দেব নামঘর,আসাম ক্লাব, আসাম কালচারাল সেন্টার    ইত্যাদি  ভেঙে  সেখানে  মল ইত্যাদি  বাণিজ্যিক কেন্দ্র নির্মাণ করতে  চায়  মেঘালয় সরকার। সেই প্রেক্ষিতে নামঘর  কর্তৃপক্ষ অসমের মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মা কে   এক চিঠি দিয়ে অভিযোগ  করে যে কোন ভাবে তা আটকাতে বলেছেন। অসমীয়া  ভাষা সংস্কৃতি  রক্ষা করার আহ্বান জানিয়েছে বলে এক  সংবাদ সূত্র থেকে জানা গেছে। ১৯৭২সালে শিলং থেকে অসমের রাজধানী দিসপুর এ স্থানান্তর করার  পরেও হাজার পাঁচেক অসমীয়া জনগোষ্ঠীর মানুষ সেখানে থেকে যান।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.