Header Ads

অবৈধ মদ বাজেয়াপ্ত তিনজন আটক

নগাঁওতে অবৈধ সুরার বিরুদ্ধে অভিযান তিন জন কে আটক।I
সুনীল রায় নগাঁও ৭জুলাই :- আজ নগাঁও আবগারী বিভাগে অবৈধ সুরার বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহৎ পরিমানের দেশীয় সুরা জব্দ করতে সক্ষম হয়।নগাঁও জেলা আবগারী বিভাগের এক সুত্রে জানতে পারা যায় যে আজ দুপুরে বঢমপুর বামুনী, অঞ্চল হতে একটি টম  টমে নগাঁও শহরে অবৈধ দেশীয় সুরা আনতে থাকা খবর পেয়ে নগাঁও আবকারী বিভাগের পরিদর্শক সুভাষ বৈশ্যের নেতৃত্বে আবকারী বিভাগে অভিযান চলায়।ডিমরুগুরিতে চলানো এই অভিযানের সময়ে আবগারী বিভাগে চার বস্তা অবৈধ দেশীয় ক্সস3এসদস্বজজsওu জব্দ করার সাথে তিন জন সুরা ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।আটক করা ব্যবসায়ী কয়জন হলো নৃপেন দাস, পংকজ দাস এবং আজগর আলী।Oঅন্যOওOO9লা3সSস

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.