Header Ads

মাকালী র মাহাত্ম নিয়ে নরেন্দ্র মোদি, রামকৃষ্ণ ,বিবেকানন্দ কে স্মরণ করলেন

 নয়া ঠাহর,কলকাতা: স্বামী আত্ম  স্থা নন্দ জীর জন্ম শত বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভার্চুয়াল  ভাষণে  সমগ্ৰ বাঙালি জাতীর আরাধ্য দেবতা মা কালীর মাহাত্ম ,রামকৃষ্ণের উপাসক মায়ের  প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  তা নিয়ে সাংসদ মহুয়া মৈত্র রে রে করে উঠেছেন। এর আগে মহুয়া  মায়ের পুজোতে মদ মাংসের  ব্যবহার নিয়ে বলে বিতর্কে জড়িয়ে ছেন।এক এক  তৃণমূল সাংসদ বলে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায় কালি মায়ের বড় ভক্ত। নরেন্দ্র মোদি নয়। তার আগে এক বিধায়ক বলে বসলেন  শ্রী মা সারদা নাকি  বলে গেছেন তিনি কালীঘাটে জন্ম নিয়ে রাজনৈতিক কর্মকান্ডে জড়াবেন।  তিনি মমতাকে  খুশি করতে একথা বলেন।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.