শিলচরে দেবজিৎ ফ্যানস ক্লাবের ত্রাণ বিতরন
নয়া ঠাহর,গুয়াহাটি: শিলচরে ভয়ানক বন্যার সময় বহু এন জি ও সাহার্য্যের হাত বাড়িয়ে দিয়েছিল।এর মধ্যে বিশিস্ট সঙ্গীতজ্ঞ দেবজিৎ সাহা ফ্যান স ক্লাব ছিল অন্যতম। দেবজিত এখন বিদেশে , তার অনুপস্থিতিতে তার ভাই দেবাশীষ সাহা,দীপঙ্কর সাহা ,পরিবারের সদস্যের সঙ্গে গুণমুগ্ধ রা বন্যা কবলিত এলাকার দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। দেবজিৎ বিদেশে বসে নিজের শহর শিলচরে র খবর রাখছিলেন।
কোন মন্তব্য নেই