Header Ads

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বাড়িতে হাফিজুল মোল্লা 7,8 বার রেকি করে ছিলেন

নয়া ঠাহর কলকাতা- কলকাতার কালীঘাটে  হরিস চ্যাটার্জী স্ট্রিট এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বাড়িতে  হাফিজুল মোল্লা 7,8 বার রেকি করে  ঢুকে ছিল।ঢোকার আগে শিশুদের ট্রফি,কোকোকোলা খাইয়ে বাড়ীর খবর নিত।আদালত কে সেকথা মোল্লা জানিয়েছে। সে বিহার ঝাড়খণ্ড বাংলাদেশে টেলিফোন করে ছিলেন।তার কাছ থেকে মোবাইল এর 7টি সিম কার্ড  পাওয়া গেছে। সে  দূর্গা পুজোর সময় বাংলা দেশে গিয়েছিলেন।তার কাছ থেকে লোহার রড পাওয়া গেছে। জেড ক্যাটাগরি র নিরাপত্তা থাকা মুখ্যমন্ত্রীর  নিরাপত্তা নিয়ে এই ভয়ানক খবরে  রাজ্য রাজনীতি উত্তাল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.