Header Ads

হাসপাতালের বেডের জন্যে ৫ শতাংশ হারে জি এস টি দিতে হবে

নয়া ঠাহর, গুয়াহাটি: হাসপাতালের আই সি ইউ ছাড়া বাকি যে সব ঘরের ভাড়া ,৫হাজার টাকার  বেশি সেখানে ৫,শতাংশ হারে জি এস টি  চাপানো হবে। দেশে অধিকাংশ তাপ বিদ্যুত কেন্দ্র ,দেশে কয়লার   অনটন চলছে,বিদ্যুতের ইউনিট  ৫০"৬০পয়সা করে বাড়তে পারে। ইতিমধ্যে গ্যাস সিলিন্ডবের দাম  বেড়েছে। কাঁচা শাক সবজির বাজারে আগুন, ভোজ্য তেলের দাম আগেই বেড়েছে। পাম তেল ,সূর্য মুখী তেল বাইরে থেকে আমদানি করতে হয়। ঔষধের দাম লাগামছাড়া , অধিকাংশ  কাঁচা মাল চীন সহ বাইরের রাষ্ট্র থেকে আমদানি করতে হয়। বাজার ভর্তি ভেজাল ঔষধ নিয়ন্ত্রণ নেই।সরকারের নির্দেশ কেউ মানেনা।  সাধারণ শ্রমজীবি মানুষের নাভিশ্বাস উঠছে। দেখবার কেউ নেই।







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.