অসম ক্রীড়া সাংবাদিক সংস্থার ,ও আনন্দ বাজার পত্রিকার ১০০বছর পূর্তি অনুষ্ঠান
নয়া ঠাহর,গুয়াহাটি:অসম ক্রীড়া সংস্থার ১০০বছর পূর্ন হল।অপরদিকে পশ্চিমবঙ্গের প্রথম সারির সংবাদ পত্র আনন্দ বাজার পত্রিকা র ও আজ ১০০বছর পূর্ন হল। দুই অনুষ্ঠান বিভিন্ন কর্ম সুচির মাধ্যমে উদযাপিত হল। অসম বিধানসভা র স্পিকার বিশ্বজিৎ দৈমারি এবং কলকাতার অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নোবেল জয়ী উজ্জ্বল ব্যক্তিত্ব অমর্ত্য সেন উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই