নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের "জগৎ কুঠির "গ্রন্থটি উন্মোচন করেন শিক্ষাবিদ মীরাতুন নাহার
নয়া ঠাহর,কলকাতা:নোবেল জয়ী অর্থ নীতিবিদ অমর্ত্য সেনের "জগৎ কুঠির " নামে গ্রন্থটি উন্মোচন করেন শিক্ষাবিদ মীরাতুন নাহার।অমর্ত্য সেন তাঁর শান্তিনিকেতনের বাড়ি থেকে ভিডিও কনফারেন্সে র মাধ্যমে কলকাতার রোটারি সদনের অনুষ্ঠানে যোগ দেন। বইটির সারাংশ হচ্ছে নিজের দেশের উন্নয়ন অতি অবশ্যই দরকার, তা কাম্য ও। সেই সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের উন্নয়ন নিয়েও ভাবা উচিত। তার বক্তব্য এক যোগে ভারত প্রতিবেশী পাকিস্তানের উন্নতি কামনা করার মধ্যে কোনো সংঘাত থাকতে পারে না।তাই রাজনীতির সত্যিকারের প্রসার ঘটা উচিত। উদার হওয়া উচিত। কেমব্রিজের ট্রিনিটি কলেজের প্রাক্তন অধ্যাপক সেন বলেন স্কুল লাইফ থেকে চাপিয়ে দেওয়া পড়াশুনা তিনি পছন্দ করতেন না। শান্তি নিকেতনে র স্বাধীনতা, যা খুশি বই পড়ার স্বাধীনতা তাকে আনন্দ দিয়েছিল। হার্ভার্ড বিশ্ব বিদ্যালিয়ের প্রবীণ অধ্যাপক বলেন ,ছেলেবেলা থেকে সংস্কৃত পড়ার অভ্যাস ছিল।আবার বিদেশের বিজ্ঞান সাহিত্য ও পড়েছি ।বলেন এর মধ্যে কোনো সংঘাত থাকা উচিত নয়।কি
কোন মন্তব্য নেই