মূল্যবৃদ্ধির প্রতিবাদে সামিল শিব পার্বতী
নগাঁওতে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শিব পার্বতীর অভিনব প্রতিবাদ সংবাদ সংযোজন।##
একজন গ্ৰেপ্তার##
সুনীল রায় নগাঁও ৯জুলাই :-মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করতে গিয়ে নগাঁও পুলিশের জালে পরলো শিবরূপী একজন প্রতিবাদ কারী। পুলিশে গ্ৰেপ্তার করা প্রতিবাদ কারী জন হয়েছে বিরিঞ্চি বরা।আজ বিরিঞ্চি বরা সহ কয়েকজনে শিব পার্বতীর রূপে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করে।এই প্রতিবাদে হিন্দুধর্মের অনুভৃতিতে আঘাত আনা বলে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণের দাবী জানায় নগাঁও সদরপুলিশ থানাতে এজাহার8 দাখিল করে।এর ভিত্তিতে পুলিশে একটি কেস নথিভুক্ত করে অনুসন্ধান অব্যাহত রাখার সাথে বিরিঞ্চি বরা নামের প্রতিবাদ কারী জনকে গ্ৰেপ্তার করে অধিক তথ্য আহরণের জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। পুলিশে এই কার্যের সাথে কে কে জরিত আছে সেই সম্পর্কে তদন্ত অব্যাহত রেখেছে।
কোন মন্তব্য নেই