১৩ আগস্ট থেকে ১৫আগস্ট, ঘরে ঘরে তেরঙা
নয়া ঠাহর ,গুয়াহাটি:আগামী ১৫আগস্ট স্বাধীনতার ৭৫বছর কে স্বাধীনতার অমৃত মহোৎসব হিসাবে দেশ জুড়ে উদযাপন করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেশের প্রতি জেলাকে ,দেশ বাসীকে ১৩ আগস্ট থেকে ১৫আগস্ট পর্য্যন্ত ঘরে ঘরে অফিস, আদালতে ,যানবাহনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছেন। দেশপ্রেম জাগিয়ে তুলতে, জাতীয়তাবাদী মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে অসম বাসী স্বাগত জানিয়েছে।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য বাসীর কাছে আবেদন জানিয়ে বলেন দেশের প্রতি ভালবাসা ,দেশের সুনাগরিক প্রমান করতে ঘরে ঘরে জাতীয় পতাকা তুলুন,জাতীয় ভাবধারা জাগিয়ে তুলুন। অসমের খাদি ,রেশন দোকান গুলিতেও পতাকা পাওয়া যাবে।
কোন মন্তব্য নেই