পরীক্ষাথীদের উপহার দিল পাঁচ সামাজিক সন্থা
পরিক্ষার্থীদের উপহার দিল পাঁচ সমাজ সামাজিক সংস্থা
নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি:
হাইলাকান্দি জেলার লালার সন্নকটে চন্দ্রপুরে পাঁচ সমাজ সামজিক সংস্থা প্রতিবারের মতন এবার ও চন্দ্রপুর দুর্গা মন্ডপে এই অঞ্চলের মেট্রিক , হাইয়ার সেকেন্ডারি ও সি,বি,এস, সি, পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদেরে তাদেরে উৎসাহিত করতে রবিবার নানান উপহার দেওয়া হয়েছে। বিশেষ ভাবে উল্লেখ্য অঞ্চলের বিখ্যাত কবি ও চিত্রনাট্যকার আশুতোষ দাসের জন্মস্থান লালার চন্দ্রপুর। পূর্বজদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবারের মতন এবারও তিনি উপহার দিয়ে উৎসাহিত করেছেন । কবি আশুতোষ দাসে প্রথম পাঠ্যরম্ভ লালা চন্দ্রপুরের তারাচাঁদ পাঠশালায় হয়েছিল। এখন তিনি হাইলাকান্দি জেলা শহরে থাকেন কিন্তু শিকড়ের কথা কখনো ভুলেন নি।
পিতামহ প্রয়াত বিশিষ্ঠ সমাজ সেবী ও হোমিওপ্যাথি ডাক্তার অভয়চরণ দাশ ও ধর্মপ্রাণ মহিলা রঙ্গমনি দাশের স্মারক হিসেবে ২০জন ছাত্র ছাত্রীকে তাদের নামাঙ্কিত মেডেল, কবিতার বই, কলম দিয়ে উৎসাহিত করেছেন। উল্লেখ্য, চন্দ্রপুর পাঁচ সমাজের ষষ্ঠ বার্ষিক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কবি আশুতোষ দাস উপস্থিত থেকে ইতিবাচক বক্তব্যও রাখেন। হরকুমার দাস, বিধুভূষন দাস,কুমুদরঞ্জন দাস স্মারক ও কৃতিছাত্র ছাত্রীদেরে দেওয়া হয়েছে।
যাদের উদ্যোগ অনুষ্ঠান ফলপ্রসূ হয়েছে তারা হলেন অনুষ্ঠানে অভ্যর্থনা কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমা দাশ অভ্যর্থনা কমিটির সম্পাদক প্রলয় দাশ, কার্যকরী কমিটির সভাপতি শ্যামল দাশ, কার্যকরী সম্পাদক মনীন্দ্র দাশ। অনুষ্ঠানে সঞ্চালনায় দায়িত্ব ছিলেন সুব্রত দাস। সারগর্ভ বক্তব্য রেখেছেন স্বপন কুমার রায়, প্রদীপ কুমার দাশ,সুমন চন্দ্র দাশ, আশালতা দাশ,মিঠুলাল চৌধুরী, রাজকুমার দাশ,বিজয় দাশ। উল্লেখযোগ্য গণমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সমর দাশ, মিহির মজুমদার ছাড়াও অনেক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রতি সমস্ত লালা অঞ্চলের সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা যুক্ত ছিলেন। তা ছাড়াও অনেক কবি, লেখক, সাংবাদিকরা ও উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রেখেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবরটি জানান।
কোন মন্তব্য নেই