Header Ads

বিজেপি সভাপতি গ্রেফতার, টেট শিক্ষক দের আন্দোন ভাঙার চেষ্টা, কংগ্রেস দলের প্রতিবাদ

নয়া ঠাহর,কলকাতা:বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কে  পুলিশ  গ্রেফতার করে।  শিক্ষা দুর্নীতি  ,মুখ্য মন্ত্রীর পদত্যাগ দাবি, ক্যামাক স্ট্রিট এ আন্দোলন কারী শিক্ষকদের রাত ভোর  অবস্থান ধর্মঘট,   সব নিয়ে পরিস্থিতি উত্তপ্ত,    আন্দোলন কারীদের নিয়ে ভাঙন ধরানোর চেষ্টা করছে বলে সিপি এম সাধারণ  সম্পাদক সেলিম অভিযোগ করেছেন।এই সবের আগে  একাংশ আন্দোলনকারীদের সঙ্গে  আলোচনা ।







,তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষক দের সঙ্গে  আলোচনা  করেন ।সব নিয়ে কলকাতার রাজনীতি উত্তাল। এন্টাল থেকে কংগ্রেস  সভাপতি অধীর চৌধুরিদের মিছিল।  হাজরা মোড়ে বিজেপি দের উত্তাল মিছিল।সুকান্তের দাবি তাকে পুলিশ ছিনতাই করেছে। কলকাতার বুর্দ্ধিজীবী রা   দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে ভয় পান  তৃণমূল পছন্দ করেনা তাই তবে  আজ প্রতিবাদ করতে দেখা গেছে একাংশ কে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.