Header Ads

দেশ স্বাধীনতার ৭৫ বর্ষ অমৃত মহোৎসব পালন করবে,আর দেশের ১০ কোটি বয়স্ক নাগরিককে বঞ্চিত করল রেল

অমল গুপ্ত, গুয়াহাটি: দেশে সাজ সাজ রব ৭৫বছর   স্বাধীনতা র  অমৃত  মহোৎসব উদযাপিত হবে। ১৩-১৫আগস্ট পর্য্যন্ত দেশের প্রতি ঘরে  জাতীয়  পতাকা উত্তোলন করার কড়া নির্দেশ এসেছে। এই সময় আবার রেলের নোটিশ এল দেশের  সিনিয়র সিটিজেন দের রেলওয়ে  কনসেসন আর দেওয়া হবে না। যার অর্থ দেশের  ১৬,৯  শতাংশ বৃদ্ধ মানুষ   কে  কল্যাণকামী সরকার   রেলে কোন সুবিধা  থেকে বঞ্চিত করবে।    করোনা   সংক্রমণ  গত  দুবছর দেশের অর্থনীতি  বিপর্যস্ত , তার আগে  টাকা বাতিলের   সিদ্ধান্ত দেশ কে আরো পিছিয়ে দিয়েছে। সাধারণ শ্রমজীবি গরিব মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। নিত্য প্রয়োজনীয় সামগ্ৰী ,থেকে জীবন দায়ী ঔষধ সব চড়া, বেসরকারি হাসপাতাল গুলো  গরিব রুগীদের    রক্ত মাংস খেয়ে ফেলছে।সরকারের নিয়ন্ত্রণ নেই। আর তথা কথিত মানবদরদী ডাক্তার আজ আর গরিব মানুষে সেবা করে না।নিজের  ব্যাংক ব্যালেন্স  বৃদ্ধি নিয়ে ব্যস্ত। ৬০বছর বা তার উর্দ্ধের বয়স্ক মানুষ যারা ছোট খাট চাকরি করে ,যত  সামান্য টাকা  ব্যাংকে  এ রেখে সুদের পয়সা তে সংসার চালাচ্ছে ,তাদের মাথায় হাত।সুদ কমতে কমতে ৬ শতাংশের তলে নেমে গেছে। ব্যাংকের কোটি কোটি টাকা  আত্মসাৎ করে    দেশে ছেড়ে  পালানো   ধনী ব্যবসায়ীদের   সব টাকা মুকুব করে দেওয়া হল।বছরে এক আধবার ট্রেনে চড়ে বাইরে যেতেও  বয়স্ক দের  রেল  ন্যূনতম সুবিধা  দেবে না।    দেশে ১০কোটির ও বেশি বয়স্ক নাগরিক। দেশের আর্থিক অবস্থা  খারাপের দিকে যাচ্ছে। বিশ্বের বিশিস্ট অর্থনীতিবিদ কৌশিক বসুর মত   ব্যক্তি উদ্বেগ প্রকাশ করে বলেছেন  দেশে  ২৫-৩০  শতাংশ বেকার। রোজকারের কোন পথ নেই  ,আসন্ন ৭৫তম স্বাধীনতা দিবস পালনের তোড়জোড় চলছে।  দেশের প্রতিটি  ঘরে  পত পত করে জাতীয় পতাকা উড়বে। আর দিন আনা দিন খাওয়া ,হত দরিদ্র  মানুষ লবন ভাত খেয়ে ,অভুক্ত থেকেও তেরঙা জাতীয়  পতাকা তুলবে, হ্যাঁ তুলতেই হবে
 কারণ তারা যে  স্বাধীন দেশের নাগরিক!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.