Header Ads

অসম বিধানসভা স্বাস্থ্য সেবা কেন্দ্রে দুই কর্মীর জন্মদিনে বন্ধুত্তের অঙ্গীকার

নয়া ঠাহর ,গুয়াহাটি:অসম বিধানসভার স্বাস্থ্য সেবা কেন্দ্রে আজ বিশ্ব বন্ধুত্ব  দিবসে দুই  কর্মীর জন্ম দিবস পালন করা হল। সরুকন   দেবী এবং সম্ভুজয় রিয়াং এই দুই কর্মীর  এর জন্ম দিবসে  কেক কাটা হয় ,  দুই কর্মী   সহ কর্মীদের কে শুভেচ্ছা জানিয়ে  ,সবাই মিলে মিশে থাকার অঙ্গীকার করে বন্ধুত্বের হাত বাড়ায়। স্বাস্থ্য কেন্দ্রের ইন চার্জ  ডাক্তার প্রশান্ত বরা ,  সবাই কে উৎসাহিত করেন।ডিস পেন সারির সুবীর সাহা সহ অনেকে      উপস্থিত  ছিলেন  উদাসী দুপুরে  দুই কর্মীর জম্মদিন   পালন তা তাৎপর্য বহন করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.