Header Ads

স্বাধীনতার ৭৫ ,বছর উদযাপন করবে দেশ,আজও ৯৭কোটি ভারতীয় সুষম আহার থেকে বঞ্চিত

নয়া ঠাহর,গুয়াহাটি: দেশ বাসী  ৭৫তম স্বাধীনতা দিবস পালন করতে  যাচ্ছে  অথচ দেশের ৯৭ কোটি মানুষ সুষম আহার থেকে বঞ্চিত।রাষ্ট্রপুঞ্জের  ফুড এন্ড এগ্রিকালচারাল  অর্গানাইজেশ নের এক সমীক্ষায় এই তথ্য প্রকাশ পেয়েছে।   এই সমীক্ষা তে বলা হয়েছে ফার্স্ট ফুড  কম খেয়ে সর্ষ জাতীয় খাবার,বাদাম, ফল,আনাজ এবং পরিমান মত আমিষ গ্রহণ ,তাই সুষম আহার,চার সদস্যের পরিবারে মাসে এই খাবার খেতে ৭৬০০টাকা খরচ করতে হবে ভারতের ৭১ শতাংশ  মানুষ  অপারগ বলে  প্রমাণিত।  সরকারের বন্টন করা সস্তা  চাল   ডাল,গম পেট ভরালেও  সুষম আহারের ঘাটতি  পূরণ করতে পারছে না। প্রয়োজনীয় ক্যালোরির যোগান মিললেও মেটানো যাচ্ছে না পুষ্টির প্রয়োজন বলে এই   সমীক্ষা তে প্রকাশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.