Header Ads

বাজেয়াপ্ত আনফিট স্কুল বাস

স্কুলবাছে বিদ্যালয়ে পাঠাতে আপনার সন্তান টি কতটুকু সুরক্ষিত?
পরিবহন‌ বিভাগের দ্বারা নগাঁওতে জব্দ চারটি করে আনফিটনেছ স্কুল বাছ।
সুনীল রায় নগাঁও ২৮ জুলাই:-স্কুলবাছে মাত্রা করা আপোনার সন্তান টি কতটুকু সুরক্ষিত? সম্প্রতি অভিভাবক সকলের জন্য এই একটি লাখ টাকার প্রশ্ন। সকালে আপনার সন্তান টিকে বাড়ীর সম্মুখের হতে তিন আলি চার আলির হতে অঞ্চলটির দশবার জন কাঁচি কাঁচি ছাত্রছাত্রীর সাথে স্কুল বাছে উঠিয়ে দিয়ে অভিভাবক সকলে এক স্বুস্তির নিশ্বাসেরে সকলে বিভিন্ন নিজ নিজ কর্মস্থলীতে র ওনা হয়।এইটি আশা স্কুল বাছে সন্তান টি গিয়েছে এখোন কোনো ভয় সংকা নাহ ওয়া করে স্কুল বাছটিতে আপনার সন্তান টি বিদ্যালয়ের গন্তব্য স্থানে পৌঁছাবে। কিন্তু এই স্কুল বাছ সমূহ তে নিজের সন্তান কে অভিভাবক সকলে বিনাদিগ্ধাই বিদ্যালয়ে পাঠিয়েছে হয় কিন্তু অভিভাবক সকলে একবার ভেবে চেয়েছেন স্কুল বাছে বিদ্যালয়ে যাত্রা করা এই স্কুল বাছ সমূহের কতটুকু সুবিধাজনক আপনার সন্তান বিদ্যালয়ে পাঠানো এই সমূহ স্কুল বাছ। সম্প্রতি ব্যক্তিগত খন্ডের বিদ্যালয় সমূহে ব্যবহার করা স্কুল বাছ সমূহের ক্ষেত্রে ছাত্রছাত্রী সকলের অভিভাবক সকল‌ কতটুকু সজাগ।রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে নগাঁও জেলার বহু সংখ্যক ব্যক্তিগত খন্ডের বিদ্যালয়ে সম্প্রতি বহু বছরের পুরানো কোনো ফিটনেস নাথাকা স্কুল বাছ ব্যবহার‌ করে আসছে।এই গুলিতে মাত্রা করাটি ছাত্রছাত্রী সকলের জন্য মোটেই গ্ৰহনযোগ্য না।এই ধরনের ফিটনেস নাথাকা বহু বাছ পুরানো কয়েকটি স্কুল বাছের কাঁচি কাঁচি ছাত্র ছাত্রী সকলকে বিদ্যালয়ে আনার জন্য আজ নগাঁও জেলা পরিবহন‌ বিভাগে চারটি করে পুরানো তথা ফিটনেস নাথাকা স্কুল বাছ জব্দ করে আনতে সক্ষম হয়। উল্লেখ্য যে ব্যক্তিগত খন্ডের বিদ্যালযের ছাত্র ছাত্রী সকলকে স্কুল বাছে বহন‌করার জন্য উচ্চতম  ন্যায়ালয়ের যে এক নির্দেশনা ছিল এই সমূহ নির্দেশনা আজ প্রর্য্যন্ত নগাঁওয়ের ব্যক্তিগত খন্ডের কযেকটি বিদ্যালয়ে‌ মেনে না নেওয়ার এক গুরুত্বর অভিযোগ বহুদিনের।তার অংশ স্বরূপে আজ‌ নগাঁও জেলা পরিবহন‌ বিষয়ার‌ নেতৃত্বে প্রবর্তক বিষয়ার একটি দলে নগাঁওযের মরিকলং স্থিত লয়লা ইংলিশ মিডিয়াম হাইস্কুল, খ্রীষ্টজ্যোতি হাইস্কুল, নগাঁও সর্বপল্লি রাধাকৃষ্ণণ সিনিয়র‌সেকেন্ডারী স্কুল নগাঁও, বিমলা একাডেমী জখলাবন্ধাএই কয়টি বিদ্যালয় হতে‌চারটি করে নথিপত্রের অভাব আন্য‌ ফিটনেস এইধরনের কয়েকটি বিষয়ের  জন্য স্কুল বাছ কয়টি  জব্দ করতে সক্ষম হয়। উল্লেখ্য যে ইতিমধ্যে নগাঁও জেলা পরিবহন‌ বিভাগের তরফে বর্তমান বহু কয়টি ব্যতিক্রম খন্ডের বিদ্যালয়ের সাথে এই ক্ষেত্রে বিদ্যালয়ের কতৃপক্ষের সাথে আলোচনার জন্য নগাঁওযের পরিবহন‌ বিষয়া জনে  যোগাযোগ করেও বিদ্যালয়ের কতৃপক্ষের হতে কোনো সুফল পায় নাই বলে জানতে পারা যায়। জব্দকৃত স্কুল বাছ কয়টি পরিবহন‌ বিভাগের রেজিষ্ট্রেশন নম্বর সমূহ ক্রমে - লয়লা ইংলিশ মিডিয়াম হাইস্কুলের আনফিটনেছ বাহন‌নং এ এছ ০২ই ০৫৯৫,খ্রীষ্টজ্যোতি হাইস্কুল নগাঁও এ এছ ০২ই ১৩৪৪, বিমল একাডেমি জখলাবন্ধা এ এছ ০২এ চি৯২৭৭, সর্বপল্লি রাধাকৃষ্ণণ সিনিয়র  সেকেন্ডারী স্কুল নগাঁওযের নথিপত্রের অভাবে আনফিটনেছ স্কুল বাছের নম্বরটি হলো এ এছ ০৯ এ২৪১৫/উল্লেখ্য যে নগাঁও পরিবহন বিভাগের তরফ হতে এখোন হতে আনফিটনেছ, নথিপত্রের সম্পৃর্ণ নাথাকা ব্যক্তিগত খন্ডের স্কুল বাছ সমূহের ক্ষেত্রে এই অভিয়ান কার্যসূচী অব্যাহত থাকবে সাথে তে সমূহ বিদ্যালয়ের স্কুল বাছ সমূহের কোনো সম্পূর্ণ নঠিপত্র ছাড়াই বর্তমানে বিদ্যালয়ের কাঁচি কাঁচি ছাত্র ছাত্রী সকলকে বহন‌করছে সেই সমূহ বিদ্যালয়ের স্কুল বাছ সমূহ কে অযোগ্য ঘোষণা  করার সাথে‌‌ পঞ্জীয়ন‌ বাতিল হবে বলে জেলা পরিবহন‌ বিভাগের তরফের হতে জানিয়ে দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.