দেশে এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় প্রয়াত
নয়া ঠাহর, কলকাতা:দেশের অধিকাংশ ডাক্তার দুর্নীতি পরায়ণ ,টাকা ছাড়া কিছু বুঝে না।।গরিব রুগীদের পরম যত্নে চিকিৎসা করতেন , মাত্র এক টাকা ভিজিট নিতেন ।বোলপুরের সেই গরিবের বন্ধু সুশোভন বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সকালে কলকাতার এক হাসপাতালে মারা গেলেন।পদ্মশ্রী র প্রয়ানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। ৮৩বছর বয়সে মারা যান।তাঁর মৃত্যুতে বীরভূমে শোকের ছায়া নেমে আসে।
কোন মন্তব্য নেই