রাজভবনে মা কালী, সাধু, দার্জিলিং এ মমতা কফি হাউসে বসে রবীন্দ্র সঙ্গীত গাইলেন
নয়া ঠাহর,কলকাতা; পশ্চিমবঙ্গ বেশ মজার রাজ্য প্রতিদিন খুন খারাপি চলছে। শিক্ষা বিভাগে চরম আরাজকতা, শুভেন্দু অধিকারী বেশ কয়েকজন সাধু বাবাকে নিয়ে রাজ ভবনে হাজির সঙ্গে কালীর ছবিও। ।রাজ্য রাজনীতিতে মা কালী এখন মুখ্য চরিত্র ,জোর চর্চ্চা। কালী নিয়ে দড়ি টানাটানি চলছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর বঙ্গের প্রচারে। মমতা পাহাড়ি রাস্তায় রেস্তোরাঁ দেখে কনভয় থামিয়ে সোজা ফুচকা তৈরিতে হাত লাগান।আলুর পুর দিয়ে ফুচকা বানিয়ে সবকে খাওয়াতে শুরু করেন। আবার এক কফি শপ উদ্বোবন করে রবীন্দ্র সংগীত ও গান। এদিকে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সবকে মমতার মত হেল্প নম্বর দেন। বললেন দিদি দাদা কে ধরে টিকিট পাওয়া যাবেনা।জনতার হয়ে কাজ করতে হবে
কোন মন্তব্য নেই