Header Ads

ধর্ষণকারীকে কঠোর শাস্তির দাবি প্রগতিশীল নারী সন্থার

ধর্ষনকারী কে কঠোর শাস্তির দাবী সদৌ অসম প্রগতিশীল নারী সন্থার।
সুনীল রায় নগাঁও ১৩ জুলাই :- সদৌ অসম প্রগতিশীল নারী সন্থার দলংঘাট ব্লক সমিতির উপ সভানেত্রী উমা পাটর এবং নগাঁও জেলার ভারপ্রাপ্ত সম্পাদিকা তথা ব্লক সম্পাদিকা আয়েফা বেগময়ে এক প্রেছ বিবৃতিতে জানান যে জাজরি পুলিশ থানার অন্তর্গত গোঁসাইবরী গাঁত্তে এক কিশোরী কে ধর্ষণের ঘটনার সাথে জড়িত সকলকে কঠোর হতে কঠোরতম শাস্তি দিতে দাবী জানিয়েছে।নেতাদুই জনে বিবৃতিতে আরও বলেন যে গত ৪জুলাইতে নগাঁও জেলার জাজরি থানার অন্তর্গত গোসাঁইবড়ি গাঁত্তের মলয় বরার এজাহারের ভিত্তিতে মনোজ বরা এবং রবিন‌ বরা কে জাজরি পুলিশে গ্ৰেপ্তার করেছে যদিও আন্যজন অভিযুক্ত দীপমণি বরা পলাতক অবস্থাতে আছে। বিবৃতিতে বলেন যে তিনজন অভিযুক্তে নিজের ১৪বছরের ভাগ্নী কে ভয় ধমক দিয়ে বলাৎকার করে আসার অভিযোগ উত্থাপন হয়েছে। বর্তমান কিশোরী জন‌কে ডাক্তারী পরীক্ষা তে আট মাসের গর্ভাবতী বলে প্রকাশ পেয়েছে। ইতিমধ্যে জাজরি থানাতে ভারতীয় দন্ডবিধির ৩৭৬(২) (আই), আর/ডাব্লিউ ধারা ছয় পস্কো আইনের অধীনে ৬৫/২০২২নম্বরের কেস নথিভুক্ত হয়েছে। বিবৃতিতে সন্থার নেত্রী দুই জনে উল্লেখ্ করে যে আজ জাজরি থানার পুলিশ ‌বিষয়াকে একটি স্মারক পত্র প্রদান করা হয়। প্রদান করা স্মারক পত্রে অভিযুক্ত দীপমণি বরাকে শীঘ্রে গ্ৰেপ্তার করা দাবী উত্থাপন করার সাথে বিচারের রায় না হওয়া পর্যন্ত দোষীয়ে যাতে জামিন না পায় তারজন্য‌ শীঘ্রে চার্জশ্বীট মহামান্য‌আদালতে বিচার পতিকে প্রদান করতে দাবী উত্থাপন করে।অন্যথা সন্থাই প্রতিবাদ কর্য্যসূচী গ্ৰহন করবে বলে বিবৃতিতে প্রকাশ করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.