Header Ads

শিবের বেশ ধরে মূল্যবৃদ্ধির প্রতিবাদ

শিবের বেশ ধরে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করে গ্ৰেপ্তার হ ওয়া বিরিঞ্চিকে জামিনে মুক্তি।
সুনীল রায় নগাঁও ১১জুলাই :- শিবির বেশ ধরে নগাঁও শহরের রাজপথে পেট্রলজাত সামগ্ৰী, খাদ্য সামগ্ৰীকে ধরে বিভিন্ন সামগ্রীর মাত্রাধিক মূল বৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ সাব্যস্ত করে গতকাল পুলিশের হাতে গ্ৰেপ্তার হ ওয়া নগাঁও জেলার ননৈ গোমোঠাগাঁত্তের সমাজকর্মী ‌বিরিঞ্চি বরাকে আজ ব্যক্তিগত জামিনে মুক্তি করে দেওয়া হয়। সম্প্রতি যে, তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ তুলে বিশ্বহিন্দু পরিষদ এবং বজরং দলে নগাঁও সদর পুলিশ থানাতে গত কাল কেস নথিভুক্ত করেছিল।সেই এজাহারের মর্মে নগাঁও পুলিশে ভারতীয় দন্ডবিধির ১৫০/২৯০/২৯৫/২৯৫/(ক) ,আর/ডাব্লিউ ধারা ১৮৪/১৭৭এম ভি এক্ট এবং দ্য ইনচিভেন্ট রিপ্রেজেনটেচন‌অব  ওমেন (প্রহিবিচন)এক্ট ১৯৮৬র ধারা তিনের অধীনে৮০২/২০২২নম্বরের একটি কেস নথিভুক্ত করে প্রতিবাদ কারী যুবক জনকে গ্ৰেপ্তার করে ছিল।আন্যদিকে তাকে গ্ৰেপ্তারের পর সংবাদ মাধ্যমের সাথে সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চা আরম্ভ হয়েছিল। অবশেষে সারা রাতে নগাঁও সদর‌ পুলিশ থানার লক আপের‌‌ ভিতরে বন্দী  হয়ে‌থাকা বিরিঞ্চি বরাকে ব্যক্তিগত জামিনে মুক্তি দেওয়া হয়।এই মূল্য বৃদ্ধি নিয়ে বিভিন্ন দল‌-সংগঠন‌নাগরিক সমাজরা মূল বৃদ্ধি রোধ করতে বিভিন্ন সময়ে আন্দোলন করে সরকার কে দাবী জানিয়ে আসছে যদিও এই ক্ষেত্রে সরকারে কোনো ধরনের গুরুত্ব দেওয়া পরিলক্ষিত হয় নাই।এর‌মধ্যে গতকাল সকালে নগাঁও শহরের দুলাল বরা এবং বিরিঞ্চি বরার পরিকল্পনা রে শিব- পার্বতীর বেশ ধরে বিরিঞ্চি বরা এবং সহযোগী করিশ্মাই একটি বাটের নাটের  মাধ্যমে এক অভিনব প্রতিবাদ সাব্যস্ত করে। গতকাল এই এজাহারের মর্মে নগাঁও সদর পুলিশ থানার পুলিশে বিরিঞ্চি বরাকে গ্ৰেপ্তার করে ছিল। এবং আজ নগাঁও সদর থানার পুলিশে তাকে ব্যক্তিগত  জামিনে মুক্তি করে দেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.