দেশে আবার বাড়ছে করোনা সংক্রমণ, রাজ্য গুলিকে সাবধান করলো কেন্দ্র
নয়া ঠাহর,দিল্লি:দেশে আবার করোনা সংক্রমণ বাড়ছে।২মার্চের পর দেশে দৈনিক সংক্রমণ সব চেয়ে বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজগুলিকে সতর্ক করে বলেছেন মহারাষ্ট্র, কেরল দিল্লি, কর্ণাটকএ সংক্রমণ বেড়েছে। সব কে কঠোর ভাবে কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। গত২৪ঘন্টায় দেশে আক্রান্তে র সংখ্যা ৭২৪০ জন,সুস্থ হয়েছেন৩৫৯১জন।মারা গেছেন৮জন।মোট এক্টিভ রোগী৩২,৪৯৮জন।
কোন মন্তব্য নেই