ভারতে হিন্দু,মুসলিম চলছে, শিকাগোর গির্জায় রামকৃষ্ণ দেবের মূর্তি বসল
নয়া ঠাহর,ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ এ ২৫ টি,জেলাতে মা দুর্গার মূর্তি কেটে রাস্তায় আবর্জনায় ফেলে দেওয়া হল, পাকিস্তানে হিন্দু নির্য্যতন চলছেই দুদিন আগে করাচি তে হিন্দু মন্দির ভেঙে ফেলা হল।মুসলিম বিশ্ব প্রতিবাদ করেনি। এই টানা পড়েনের পেক্ষাপটে আমেরিকার শিকাগো দেখিয়ে দিল, সমন্বয় বার্তা দিল এই বিশ্ব কে। স্বামী বিবেকানন্দ যে মাটিতে দাঁড়িয়ে বিশ্ববাসীকে সমন্বয় এর বার্তা দিয়ে ছিলেন।সেই মাটিতে বিবেকানন্দের গুরু রামকৃষ্ণ দেবের মূর্তি বসানো হল শিকাগোর ১২০বছরের পুরনো এক গীর্জায়।
কোন মন্তব্য নেই