Header Ads

১৮জুলাই রাষ্ট্রপতি পদে ভোট আজও প্রার্থী ঠিক হয় নি

নয়া ঠাহর,দিল্লি:  উত্তর  পূর্বাঞ্চল,উপজাতি,মুসলিম, ওবিসি  বা মহিলার   মধ্যে থেকে  রাষ্ট্রপতি পদে প্রার্থী খোঁজ হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবত রা আদিবাসী ,মহিলা ওবিসি দের মধ্যে  কাউকে খুঁজতে চাইছেন। উত্তর পূর্বাঞ্চল    থেকেও প্রাথী খোঁজা হচ্ছে। আগামী ১৮জুলাই ভোট,ফল ঘোষণা ২১জুলাই,আগামী ২৪জুলাই মেয়াদ শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি রাম নাথ  কবিন্দের। রাহুল গান্ধী বলেছেন  বিজেপি কে ওয়াক আউট দেওয়া উচিত হবে না। বর্তমান  সাংসদ, ও বিধানসভার বিধায়ক দের মোট ভোট হল ১০,৮৬,৪৩১ নিজেদের প্রাথীকে জেতাতে অর্ধেকের বেশি ভোটের প্রয়োজন এন ডি এর। বর্তমানে এন ডি এর  ১,২ শতাংশ ভোট   কম রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.