সি আর এস এর সুপারিশ নাকচ রেলকে হাইকোর্টের নোটিশ
নয়া ঠাহর,কলকাতা:লামডিং শিলচর ব্রডগেজ লাইন নির্মাণে ব্যাপক কোটি কোটি টাকার দুর্নীতি নিয়ে বরাকের সংগঠম অবিসা বরাবর সোচ্চার হয়েছে। এই সংগঠনের মুখ্য আহ্বায়ক বাহারুল ইসলাম বরভুইয়া এবার এই লাইনের ১০নম্বর টানেল সহ ধ্বংসাবশেষ নিয়ে রেলওয়ে র কঙ্কালসার চেহারা তুলে ধরে ছেন। এর পরেও রেল ডিমহাসাও , হাফলঙ রুটে যাত্রী সাধারনের জীবনের ঝুঁকি নিয়েও ট্রেন চালাতে চাইছে। গুয়াহাটি হাইকোর্ট শেষ পর্য্যন্ত অবিসা প্রধান বাহারুল ইসলাম বরভূঁইয়া র জন স্বার্থ সম্পর্কিত নোটিশ পেয়ে কেন্দ্রীয় সরকার,রেল বোর্ড, এবং নির্মাণ শাখা কে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে ছে। বিচারপতি এন কটিস্বর সিংহ এবং বিচারপরি সৌমিত্র সাইকিয়া র ডিভিশন বেঞ্চ এই নোটিশ দিয়েছে বলে বাহারুলের আইনজীবী ফজলুজ্জামান মজুমদার বরাকের বাংলা সংবাদপত্র সাময়িক প্রসঙ্গ কে জানিয়েছেন।।
কোন মন্তব্য নেই