দুই সাংবাদিক আমাজনে র জঙ্গলে হারিয়ে গেছে
নয়া ঠাহর, ডিজিটাল ডেস্ক: ব্রাজিলের প্রায় ৮৫হাজার বর্গ কিলোমিটার গভীর ঘন জঙ্গল আমাজন,যাকে বিশ্বের ফুস ফুস বলা হয়।২৬টি উপজাতি গোষ্ঠীর বাস,বাইরের জগতের সঙ্গে সম্পর্ক নেই,অনেক এলাকাতে সূর্য্যের আলো ঢুকে না।এমন জঙ্গল মাদক ,চোরা কাঠ কারবারি দের মুক্ত বিচরণ।এই জংগলে ব্রিটিশ সাংবাদিক ডোম ফিলিন্স এবং সঙ্গী ব্রুনো পেরেরা কে নিয়ে বই লেখার তাগিদে গত রবিবার জঙ্গলে ঢুকেছিলেন।তার পর থেকে নিখোঁজ । ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন সাংবাদিকের খোঁজে ১৫০জন সেনাকে নামানো হয়েছে।
কোন মন্তব্য নেই