Header Ads

ডিমাহাসাও মন্ত্রী পদে নন্দিতা গারলচা কে পেল

নয়া ঠাহর, গুয়াহাটি: অসম মন্ত্রিসভায় দ্বিতীয় মহিলা সদস্য হিসেবে  ডিমা হাসাও জেলার  বিধায়ক নন্দিতা গড়লোচা কে অর্ন্তভুক্ত করা হল। তাকে বিদ্যুত বিভাগ ,উপজাতি উন্নয়ন,সমবায় এর মত দায়িত্বে বসানো হল।জয়ন্ত  মল্ল বড়ুয়া মুখ্যমন্ত্রী র রাজনৈতিক সচিব হিসেবে  কাজ করছিলেন।তাকে জন স্বাস্থ্যের মত গুরুত্বপূর্ণ দপ্তর ছাড়াও পর্যটন বিভাগ দেওয়া হল।রাজ্যপাল জগদীশ মুখী আজ  নব নিযুক্ত  মন্ত্রীদের  শপথ বাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 15 জন মন্ত্রীর মাথায় বসলেন।তিনি আজ দাবি করেছেন রাজ্যের সব জনগোষ্ঠীর সার্বিক কল্যানে সরকার কাজ করবে।কোনো অবহেলা করবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.