কোচ রাজবংশী দের জনজাতি করার দাবিতে অবস্থান ধর্মঘট
কোচ রাজবংশী দের জনজাতি করন করার দাবীতে কোচ রাজবংশী ছাত্র সন্থার নগাঁওতে অবস্থান ধর্মঘট।
সুনীল রায় নগাঁও ৮জুন :- আসামের কোচ রাজবংশী সকলকে শীঘ্রে জনজাতি করণ করা, কোচরাজবংশীসকলকে প্রাপ্য অধিকার প্রদান করা এই ধরনের বিভিন্ন দাবীর সমর্থনে সদৌ অসম কোচ রাজবংশী ছাত্র সন্থার নগাঁও জেলা সমিতি আজ নগাঁওতে অবস্থান ধর্মঘট কার্য্যসূচী রূপাযন করে।নগাঁও জেলা শাসক কার্য্যালয়ের কাছে সন্থার শতাধিক সদস্য ও সমর্থকে কার্য্যসূচীতে অংশ গ্ৰহন করে সন্থার দাবী সমূহ শীঘ্রে কার্যকরী করতে সরকারকে দাবী জানায়। অবস্থান ধর্মঘটেঅংশ গ্ৰহন করা প্রতিবাদ কারী সকলে কোচ রাজবংশী দের সরকারের প্রবঞ্চনা বন্ধ করা, কমতাপুর রাজ্য গঠন করা, কোচ রাজবংশী সকলকে জনজাতির মর্যদা প্রদান করা, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার হায় হায় এই ধরনের বিভিন্ন শ্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তুলে। প্রতিবাদ কারী সকলে পূর্বের কংগ্রেস সরকার কে সমালোচনা করে বলেন যে কংগ্ৰেস দলে দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছিল যদিও কোচ রাজবংশী সকলকে জনজাতিকরন করাকে ধরে কোনো সমস্যা সমাধান করে নাই।২০১৪সনের লোকসভা নির্বাচনের সময়ে বিজেপি দলে কোচ রাজবংশী সকলকে জনজাতিকরণকে ধরে সকলো সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে ছিল।তখন কি বর্তমানে ও কেন্দ্র এবং রাজ্যতে বিজেপির সরকার চলছে বলে তারা মন্তব্য করে বলেন যে এই সরকারেও আমাদের সমস্যা সমূহ সমাধানে গুরুত্ব দেয় নাই।কোচ রাজবংশী সকলের সমস্যা সমূহ শীঘ্রে সমাধান না করলে তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে সন্থার নগাঁও জেলা সমিতির সভাপতি শিবকুমার বরা এবং সম্পাদক মন্টু কুমার ডেকায় সরকারকে সতর্ক করে দেয়।
কোন মন্তব্য নেই