Header Ads

শিলচরে বন্যার বিভীষিকা ,সঙ্গে ডাকাত দলের তাণ্ডব ভয়ানক পরিস্থিতি

নয়া ঠাহর,গুয়াহাটি:শিলচরে বন্যার বিভীষিকা, সেই সঙ্গে ডাকাত দলের তাণ্ডব মানুষ  ভয় আর আতংকের মধ্যে  দিন যাপন করছে। শিলচরে পাবলিক স্কুল রোড, শ্যামা নন্দ লেন দুই,বিলপার এলাকায় দিনে রাতে ডাকাতি হচ্ছে।বাধা দেবার কেউ নেই।বান আক্রান্ত এলাকাকে টার্গেট করেছে ডাকাত দল।  এন ডি আর এফ ,বা পুলিশ সাহার্য্যের হাত  বাড়াচ্ছে না বলে মানুষ অভিযোগ করছে। শিলচর ,   কাছা রের  বন্যায়  656 টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।2,32,602 মানুষ আক্রান্ত হয়েছে।24 ঘন্টায় 12 জনের মৃত্যু হয়েছে। উড়িষ্যা থেকে এন ডি আর এফ  150 জন জোয়ান রাতে শিলচরে এসে পৌঁচেছিল কিন্তু  প্রসাশন তাদের জন্যে কোনো ব্যবস্থা  করেনি বলে অভিযোগ উঠেছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.