Header Ads

বরাকের বন্যাদুর্গত মানুষ এক ফোঁটা জল পাচ্ছে না ,গুয়াহাটির হোটেলে মহারাষ্ট্র র বিধায়করা সরকার পাল্টানোর খেলায় ব্যাস্ত

অমল গুপ্ত,গুয়াহাটি:বিজেপি   রাজত্বে অসম কে বদনামের  ভাগি হতে হচ্ছে। রাজ্যের ভয়ানক বন্যা চলছে, রাজ্যে র বানভাসি মানুষ  খাদ্য, পানীয় জল পাচ্ছে না। হাহাকার অবস্থা।আর গুয়াহাটি র  বিলাসী হোটেল গুলোকে   মহারাষ্ট্রের  বিদ্রোহী শিবসেনার   বিধায়কদের  গোপন আস্তানা তে পরিণত করা  হয়েছে। আজ গুয়াহাটির  রেডিসিন ব্লু হোটেলে 42 জন বিদ্রোহী   বিধায়ক  গোপনে সলা পরামর্শ করে মহারাষ্ট্রের ঊর্ধ্বব  ঠাকরে সরকারকে ফেলে দেবার চক্রান্ত করছে। তৃণমূল কংগ্রেস দলের রাজ্য সভাপতি রিপুন বরা দল বল নিয়ে  হোটেল ঘেরাও করে  ঘোড়া কেনা বেচার প্রতিবাদ করে।রিপুন চিৎকার করে বলেন অসমের মানুষ এক ফোঁটা  পানীয় জল পাচ্ছে না। খাদ্য নেই বন্যা তে হাহাকার অবস্হা তখন  রাজ্যের বদনাম করতে মহারাষ্ট্রের  বিধায়করা গুয়াহাটিতে   ঘোড়া কেনা বেচার খেলায় মেতেছে।যা অসমবাসী কোনো  দিন দেখেনি।অসমের লজ্জা।।মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন অসম জাতীয় রাজনীতির  প্রধান ঠাঁই  এ পরিণত হয়েছে। বাইরে থেকে সবই আসছে।অর্থনীতি শক্তিশালী।হবে।এলে জি এস টি পাবে। মুখ্যমন্ত্রী  বরাক উপত্যকার  ভয়াবহ বন্যাদুর্গত মানুষের খবরাখবর নিতে যান। সেখানে পরিস্থিতি পর্য্যালোচনা করেন।  আজ  শিলচরে র মানুষ অভিযোগ করেছে  বিজেপি দলকে হাত খুলে ভোট দিয়েছে অথচ সরকার  বন্যাদুর্গত দের  দেখছে না ।এক ফোঁটা পানীয় জলের জন্যে  হাহাকার অবস্থা। একজন অভিযোগ করেন রোম জ্বলছে  আর নীরো বেহালা  বাজচ্ছে । গুয়াহাটির  হোটেলের রা জনীতি সম্পর্কে  তার  মন্ত্যব। রাজ্যে  গরমের ছুটি 25 জুন থেকে 25 জুলাই পর্য্যন্ত  আজ রণজ পেগু ঘোষণা করেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.