Header Ads

নওগাঁ বন্যা জটিল পরিস্থিতি

নগাঁওতে ভয়াবহ পরিস্থিতি##
বরঘাট বাইপাসের কাছে ৩৬নং রাষ্ট্রীয় মূল রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে জল##
সুনীল রায় নগাঁও ২৩জুন :- নগাঁও জেলার বন্যার পরিস্থিতি  ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে।কপিলী, কলং, বরপানী নদীর বাড়ন্ত জলে জেলাটির নতুন নতুন অঞ্চল প্লাবিত করেছে।কপিলী নদীর বাড়ন্ত জলে ক্রমশ: নগাঁও শহরের দিকে গতি করাতে নগাঁও শহরের দিকে গতি করাতে নগাঁও শহরের ‌প্রতি ভাবুকির সৃষ্টি করেছে। এইবার কপিলী নদীর দ্বিতীয় টি বন্যায় বৃহত্তর কামপুর, রহা রাজস্ব চক্রের বিস্তৃত এলেকা প্লাবিত করার পর নগাঁও সদর রাজস্ব চক্রের বহু অঞ্চল জলে ভরিয়ে ফেলেছে।নগাঁও সদর রাজস্ব চক্রের প্রায় শতাধিক গাঁও বন্যার কবলে পরেছে।ছোটকন্দলি, এলেঙীসত্র,বাদল গাঁও, বরজহা, ডিফলু, ইটাপারা, হাতীপারা, মরিকলং, তেলীয়াগাঁও, দেওধর, সেনছোযা, কাটনিগাঁও, এই সকল অঞ্চল জলে তান্ডব সৃষ্টি করেছে।আজ সকালে কপিলীর বেরে আসা জল নগাঁও শহরের হতে কিছু দূরে বরঘাট বাইপাসের কাছে ৩৬নং রাষ্ট্রীয় মূল সড়ক দিয়ে বয়ে যাওয়া তে নগাঁওতে বন্যার পরিস্থিতি অধিক ভয়াবহ হয়ে পরার সম্ভাবনা প্রকট হয়ে পরেছে।এই ভাবে একটি সড়ক দিয়ে বয়ে যাওয়ার ফলে নগাঁও সদর পুলিশ থানার অন্তর্গত মাজপাঠরি, ভোটাইগাঁও, উরিয়াগাঁও এই সকল অঞ্চল সমূহের বন্যার কবলে পরার সম্ভাবনা আছে। বাইপাসের সড়কের উপর দিয়ে জল বয়ে যাওয়া তে বরঘাট পুলিশ ফাঁড়িতে জলে প্লাবিত করেছে।ফলে থানাটির কাম কাজ করতে সমস্যার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য যে এইবারের বন্যাতে বঢ়মপুর এবং নগাঁও বিধানসভা কেন্দ্রের অন্তর্ঘত বহু কযটি সডকের ক্ষতিসাধন হ ওয়া তে বহু অঞ্চলের যাতায়ত ব্যবস্থা ব্যাহত হয়ে পরেছে।আজ সকাল হতে নগাঁও শহরের কাছে‌ থাকা মাহরোল, ভোটাইআটি, জুরীয়া, পানীগাঁও, কচলুখোযা , নগাঁও শহরের গোরস্থান সডকটিতে জল বয়ে যাচ্ছে। কলং নদীর বাড়ন্ত জলে নগাঁও শহরের বহুকযটি এলেকা জলমগ্ন হয়ে পরাতে শহরটিতে অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.