Header Ads

ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি হতে চলেছেন

নয়া ঠাহর গুয়াহাটি: উড়িষ্যার আদিবাসী মহিলা, ঝাড়খণ্ডর প্রাক্তন রাজ্যপাল দ্রূপদী মুর্মু ভারতের  রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন।৬৪,বছর  বয়সী শ্রীমতি মুর্মুর স্বামী শ্যামা চরণ মুর্মু ও দুই কন্যা মারা গেছেন। রমাদেবী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করা  ।শ্রীমতী মুর্মুর বাবা নিরিঞ্চি চরণ টুডু। মেয়ে  ইতি শ্রী জানান প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে মা চোখের জল ফেল ছিলেন।চুপ করে বসে ছিলেন। এন ডি এ র প্রাথী হিসাবে তার নাম আসায়  উড়িষ্যার মুখ্য মন্ত্রী নবীন পটনায়েক, বিহারের মুখ্য মন্ত্রী  নীতীশ কুমার  খুন ভালো পেয়েছেন। প্রধান  মন্ত্রীর এমন চমক  সব হিসাব নিকাশ পাল্টিয়  দিল। একজন যোগ্য আদিবাসী মহিলা দেশের রাষ্ট্রপতি হতে চলেছেন।বিরোধী দলের প্রাথী  জসবন্ত সিংহ। তার নাম   প্রস্তাব  করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.