বৃষ্টিস্নাত গুয়াহাটির নীলাচল পাহাড়ে কামাখ্যা ধামে অম্বুবাচী মেলা শুরু ,লাখো ভক্ত প্রাণ মানুষের ভিড়
অমল গুপ্ত গুয়াহাটি :,গুয়াহাটি: অসমের তথা দেশের অন্যতম ধর্মীয় উৎসব কামাখ্যা ধামে অম্বুবাচী মেলা শুরু হল। আজ ২২জুন বুধবার রাত ৮টা ১১মিনিটে অম্বুবাচী মেলার সূচনা হবে মন্দির দ্বার বন্ধ হবে। দুবছর করোনা সংক্রমনের জন্যে মেলা অনুষ্ঠিত হয় নি। এবার ১০লাখ মানুষের ভিড় হবে বলে সরকার আশংকা। ইতিমধ্যে লাখ খানিক মানুষের পদ চিহ্ন পড়েছে। তিনহাজার পুলিশের ব্যবস্থা হয়েছে।৭০০সি সি ক্যামেরা লাগানো হয়েছে। পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানিয়েছেন ৪০হাজার মানুশের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ৪টি এলাকায় ক্যাম্প তৈরি করা হয়েছে। তিনি কামাখ্যা ধামপরিদর্শন করে সব ব্যবস্থা দেখেন।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিখ্যাত মেলা তে আসা লাখো মানুষের স্বাস্থ্য বিধির উপর জোর দেন। তিনি বলেন একসঙ্গে যেন মন্দিরে ভিড় উপচে না পড়ে সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। সারা রাজ্যে বন্যার তাণ্ডব চলছে।কামাখ্যা পাহাড়েও ধস নেমেছে।এবার মন্দির দর্শনের বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে পাণ্ডুর দিক থেকে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ভক্তপ্রাণ মানুষের উৎসাহের কমতি নেই।দুবছর বিরতির পর এবার সবুজ নীলাচল পাহাড় জেগে উঠেছে প্রাণ ফিরে পেয়েছে।
কোন মন্তব্য নেই