Header Ads

বন্যা পরিস্থিতি ভয়াবহ

আজ ও নগাঁওতে বন্যার পরিস্থিতি ভয়াবহ।
সুনীল রায় নগাঁও ২২জুন :- গত দুই দিন ধরে নগাঁও জেলা তে বৃষ্টিপাত হয় নাই যদিও জেলাটি তে বন্যার পরিস্থিতি আজ ও ভয়াবহ হয়ে আছে।জেলাটি তে কপিলী, বরপানী, কলং নদীর জলপৃষ্ট বিপদ সীমার উপর দিয়ে বয়ে থাকাতে জেলাটির বন্যার পরিস্থিতি জটিল হয়ে আছে।বিশেষকরে গত ৫দিন ধরে কলং নদীর জলপৃষ্ট বৃদ্ধি হয়ে থাকাতে কলংপরীয়া অঞ্চলের বন্যার পরিস্থিতি বিপদজনক হয়ে পরেছে।নগাঁও শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া কলংনদীয়ে নগাঁও শহরের প্রতি ভাবুকির সৃষ্টি করেছে। ইতিমধ্যে কলংনদীর বাডন্ত জলে শহরটির শিবনগর কলংপার পথ, লাওখোযা পথের একাংশ , চকীটোপ, বৈদ্যটুপ, মিলনপুর, ভূঞাপট্রি, দক্ষিণ হযবরগাঁত্ত , মধুপুরের সাথে শহরটির আশে পাশে অঞ্চল শিযালমারী, টাউন তেলীয়াগাত্ত, বেঙেনাআটি, বরঘাটের একাংশ কে ধরে বহু এলেকা প্লাবিত করেছে। শহরটির আমোলাপট্রি শ্মাশান ঘাটের কাছে কলংনদীর মঠাউরির উপরে জল বয়ে যাচ্ছে।ফলে শিবনগরের একাংশ এলেকাতে জল ডুকেছে ।জল সম্পদ বিভাগে জানানো তথ্য মতে আজ বিকালে কলং নদী বিপদসীমার ২,১৩মিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে।কামপুরে কপিলী নদীর বিপদ সীমার ১মিটারের ও অধিক উপরদিয়ে বয়ে যাচ্ছে।শিলঘাটে ব্রহ্মপুত্র নদী বিপদসীমার ১৭সেন্টিমিটার নীচে আছে।অবশ্যে শিলঘাট, রহা, কামপুরের নদীর জলস্তর কিছু হ্রাস পেয়েছে।কলঙের জলপৃষ্ট প্রতিদিনে নগাঁও শহরে বৃদ্ধি বৃদ্ধি হয়ে থাকাতে নগাঁও শহরবাসী শংকিত হয়ে পরেছে।কপিলী, বরপানী, হারিয়া, নিশারীনদীর  বন্যার জলে কামপুর, রহা, এবং নগাঁও সদর রাজস্ব চক্রের বন্যার পরিস্থিতি অধিক জটিল করে তুলেছে।নগাঁও জেলা দুর্যোগ প্রশমন বিভাগে আজ বিকালে জানানো তথ্য মতে জেলাটি তে ৩২১টি গাঁও বন্যার কবলে পরেছে।এর কামপুর রাজস্ব চক্রের ১০৯টি গাঁও, রহা রাজস্ব চক্রের ১০৯টি গাঁও , নগাঁও সদর রাজস্ব চক্রের ৭২টি গাঁও, সামাগুরি রাজস্ব চক্রের ৯টি, রূপহী রাজস্ব চক্রের ৫টি, কলিযাবর রাজস্ব চক্রের ২টি গাঁও, ধিংরাজস্ব চক্রের ১৫টি গাঁও বন্যার কবলে পরেছে। বছরের ২য়টি বন্যাতে সর্বাধিক ক্ষতি হয়েছে কামপুর এবং রহা রাজস্ব চক্রের এলেকাধীন‌ গাঁও সমূহ অবশ্যে বে সরকারী সূত্রে জানতে পারা যায় রে জেলাটিতে ৪৫০টি হতে গাঁও বন্যার কবলে পরেছে।আজ রহা রাজস্ব চক্রের ২২টি গাঁও এবং নগাঁও সদর বিধানসভা কেন্দ্রের রাজস্ব চক্রের ১২টি গাঁও নতুন করে বন্যার কবলে পরেছে।দৃর্যোগ প্রশমন বিভাগে জানানো মতে চলতি বন্যায় জেলাটি তে ৫,০০, ৪৫০জন লোকবন্যায় আক্রান্ত হয়েছে।এর ভিতরে ১,৫৭,৩৪৭টি শিশু আছে। তাছাড়া ১৬,৮৭২হেক্টর কৃষি ভূমির ক্ষতিসাধন হয়েছে।ইতিমধ্যে বানাক্রান্ত সকলের কারনে জেলা প্রশাসনেকামপুর রাজস্ব চক্রের ১৭টি, নগাঁও রাজস্ব চক্রের ৩৩টি,রহা রাজস্ব চক্রের ১৩টি আশ্রয় শিবির স্থাপন‌ করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.