পুলিসের নাগরিক সভা
নগাঁওতে পাব্লিক পুলিশের সজাগতা সভা##
সুনীল রায় নগাঁও ৯জুন :- পাবলিক পুলিশের উদ্যেগে আজ নগাঁওতে একটি সজাগতা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ এবং জনগনের মধ্যে সু সম্পর্ক স্থাপন করা সকলোধরনের অবৈধ কার্য্যকলাপের বিরুদ্ধে পুলিশ কে অবগত করা, জনসাধারণের মধ্যে নেশাযুক্ত ঔষধের বিরুদ্ধে সজাগতা সৃষ্টি করা, বুণিয়াদী শিক্ষার গুণগত মানদন্ড নির্ধারণের ক্ষেত্রে জনমত গঠন করাএইসকলকে ধরে বিভিন্ন বিষয়ের উপরে পাব্লিক পুলিশে কাজ করে আসছে।আজ নগাঁও জেলা সাহিত্য সভা কমলা দেবী টোডী ভবনে অনুষ্ঠিত এই সজাগতা সভাতে অংশ গ্ৰহন করে পাব্লিক পুলিশের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক ডা: দুর্লভ চমুযাই বলেন যে- সাম্প্রতিক সময়ে আমরা সকলে মানব ধর্ম পালন করে সমাজের উন্নতির হকে কাজ করে একটি সুস্থ, প্রগতিশীল সমাজ গড়ার কাজে নিয়োজিত হতে লাগবে।পাবলিক পুলিশের মূখ্য সমন্বয়ক কাশ্যপ ফুকনে উদ্দেশ্য বাখ্যা করা সভাটিতে নগাঁও জেলা সাহিত্য সভার সভাপতি পরাণ কুমার বরুয়া, নগাঁওয়ের উপ পুলিশ সুপার দুর্লভ চন্দ্র দাস, সমাজকর্মী পরাণ মহন্ত, সপোন মহন্ত,গৌতম কলিতা এই সকলে অংশ গ্ৰহন করে।সভাতে নগাঁত্তের বহু কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক কয়েকটি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ গ্ৰহন করে।
কোন মন্তব্য নেই