Header Ads

বন্যায় ভয়ঙ্কর রূপ বরাক ,ব্রহ্মপুত্র উপত্যকাতে ত্রাণ নেই হাহাকার অবস্থা




 *বন‍্যার ভয়ংকর রূপ  অসমের ব্রহ্মপুত্র উপত‍্যকা সহ  বরাকেও শিলচরে এনডিআরএফ টিম....* 

 *নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর:* 
বন‍্যা আর বন‍্যা প্রবল ভয়ংকর বন‍্যায় বরাক তথা ব্রক্ষপুত্র উপত‍্যকা জুড়ে বানবাসিদের জীবন-মরণ সহ  বিষয় সম্পত্তি নিয়ে জলের মধ্যে দিন কাটাতে হচ্ছে। মৃত‍্যর সংখ্যা 70 পেরিয়ে গিয়েছে। বন‍্যার তাণ্ডবলীলায় জনজীবন ভীষণ ভাবে বিদ্ধস্ত। নাই পানীয় জলে, বিদ‍্যুৎ সেবা বন্ধ বিভিন্ন জায়গায়, মোবাইল পরিষেবাও বিচ্ছিন্ন, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী অভাব দেখা দিয়েছে। পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থায় আছেন। বন‍্যার প্লাবিত জেলা  সংখ্যা  অসমে  বেড়িয়ে 32 হয়েছে।যাতায়াত ব‍্যেবস্থা বন্ধ কোন জেলায় । রেলওয়ে ট্র‍্যাকের ওপর জল আনাগোনা করছে। অসংখ‍্য মানুষের বাড়ি ঘর, লক্ষাধিক খেতখামারের জমির ফসল  জলের তলে। পৃত ও জাতীয়  সড়ক  বন‍্যার প্লাবনে সহ অলিগলি জলের নীচে বরাক উপত‍্যকায়। শিলচরে আজ দূপরের শিলচর বিমানবন্দরে  বায়ুসেনার বিশেষ  বিমানে উড়ে আনা হয় ভূবনেশ্বর থেকে  এনডিআরএফ-এর চারটি ইউনিট।শিলচর বন‍্যাপীড়িত এলাকারের উদ্ধার অভিযানের জন্য। এতে আধিকারিক ও জওয়ান মিলে  105 জন। সঙ্গে জরুরি বোড ও আধুনিক সরঞ্জাম।  শিলচর ডিএসএতে অস্থায়ী শিবির তৈরী করা হয়েছে।  আপাতত  উদ্ধার  অভিযান সহ মানুষকে বাঁচতে প্রশাসনের বিশেষ ভূমিকা থাকবে বলে জেলাশাসক জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.