Header Ads

কলং নদীর জলে নাগাঁও প্লাবিত

কলং নদীর বাড়ন্ত জলে নগাঁও শহরের নুতুন এলেকা প্লাবিত।
সুনীল রায় নগাঁও ২১জুন :- নগাঁও শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া কলং নদীর বন্যার পরিস্থিতি ক্রমশ: জটিল হয়ে পরেছে।গত ৫দিন ধরে কলং নদীর জলপৃষ্ট বৃদ্ধি হয়ে থাকাতে নগাঁও শহরকে ধরে কলংপরীয়া অঞ্চল সমূহ তে বন্যার পরিস্থিতি জটিল হয়ে পরেছে। ইতিমধ্যে কলংনদীর জলপৃষ্ট গত দুই দিন ধরে দ্রুত ভাবে বৃদ্ধি পেয়েছে জলসম্পদ বিভাগে জানানো তথ্য মতে আজ সকালে কল়ং নদী নগাঁও শহরে বিপদসীমার ১-৮৭ মিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। কলং নদীর বাড়ন্ত জলে দক্ষিণ পাট, বর' করা, বেবেজীয়া, ডাকরঘাট, শিয়ালমারী, এই সকল অঞ্চল প্লাবিত করেছে।কলংয়ের বাডন্ত জলে নগাঁও শহরের প্রতি ভাবকি সৃষ্টি করেছে। শহরটির শিবনগর কলংপার পথ, দক্ষিণ হয়বরগাঁও, ভূঞাঁপট্রি, ফৌজদারী পট্রি, পুলিশ রিজার্ভ, টাউন তেলীয়াগাঁও, পানীগাওঁ , ছোটহযবরগাঁও,  মধুপুর, বৈদ্যটোপ, লক্ষীনগর, খুটিকটীয়াকে ধরে শহরটির বিভিন্ন এলাকা বাডন্ত জলে প্লাবিত করেছে। তাছাড়া শহরটির একমাত্র রাজহুযা পথার‌ নেহেরু বালি কলং নদীর জলে ভরে ফেলেছে সাথে কৃষ্ণাশ্রম শিব মন্দির কে ধরে বিভিন্ন মঠ মন্দির, শিক্ষানুষ্টান এই সকল‌ বন্যার কবলে পরেছে।
কলং নদীর জলপৃষ্ট এই ভাবে বৃদ্ধি হতে থাকলে  নগাঁও শহর ভয়ংকর বন্যার কবলে পরার সম্ভাবনা আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.