Header Ads

বরাক উপত্যকা ডুবে গেছে , ত্রাণ নেই ,জ্বালানি সংকট,উদ্ধার অভিযান চলছে

টিম তৈরি,  উদ্ধার অভিযানে এনডিআরএফ

শিলচরে এনডিআরএফ-এর বিশেষ দল পৌঁছে গিয়েছে। দুপুরের দিকে শিলচর বিমানবন্দরে এসে অবতরণ করে বায়ুসেনার বিশেষ বিমান। ভূবনেশ্বর থেকে এনডিআরএফ-এর চারটি ইউনিটকে শিলচরে উদ্ধার অভিযানের জন্য উড়িয়ে আনা হয়েছে। এতে মোট ১০৫ জন আধিকারিক ও জওয়ান রয়েছেন। সঙ্গে নিয়ে এসেছেন উদ্ধার অভিযানের জন্য জরুরি বোট সহ  অত্যাধুনিক সরঞ্জাম। শিলচর ডিএসএতে তাঁদের অস্থায়ী শিবির করা হয়েছে। এখান থেকেই গোটা অভিযান পরিচালনা করবে এনডিআরএফ। জেলাশাসক কীর্তি জল্লি জানিয়েছেন, বায়ুসেনার বিশেষ বিমানে এক‌লক্ষ লিটার জ্বালানি এয়ারড্রপ করার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তা আপাতত স্থগিত রাখা হয়েছে। কারণ সোমবার বিকেল থেকে সোনাপুর রাস্তার একটি অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে সড়কপথেই জ্বালানি বরাক উপত্যকায় পৌঁছে যাবে বলে তিনি জানান। প্রয়োজনে বায়ুসেনা জ্বালানি বরাকে পৌঁছে দেওয়ার জন্য তৈরি রয়েছে। জেলাশাসক জানান, আপাতত উদ্ধার অভিযান ও মানুষকে বাঁচানোর উপরেই প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.