Header Ads

প্রধানমন্ত্রীর ফোন, সরকার দিশেহারা, অসমে বন্যার তাণ্ডব অব্যাহত, কাজিরঙা ভাসলো চিতা বাঘের মৃত্যু

নয়া  ঠাহর, গুয়াহাটি-  অসমের 28 টি জেলা  বন্যা আক্রান্ত, বহু মৃত্যু ,ত্রাণ সাহার্য্যের জন্যে হাহাকার।প্রধানমন্ত্রী মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কে ফোন করে সাহার্য্যের   আস্বাস দিয়েছেন।কাজিরঙা  ডুবেছে।3টি হরিণ সহ একটি চিতা বাঘ 37 নম্বর জাতীয় সড়কে গাড়ি চাপা পড়ে মারা গেছে। বহু ট্রেন বাতিল। বহু বাঁধ ভেঙেছে।নিম্ন উজান অসম সব  যোগাযোগ বন্ধ।ট্রেন বাতিল। শিলং   সড়ক  ধস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.