সামাজিক, কর্মকান্ডে জড়িয়ে থেকে নীরবে সেবা করে গেছেন সান্তনা গুপ্ত বললেন জয়শ্রী গোস্বামী মহন্ত
নয়া ঠাহর, গুয়াহাটি: গুয়াহাটি দিসপুর কিশলয় বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষয়ত্রী সান্তনা গুপ্ত র অকাল মৃত্যুতে আজ গুয়াহাটি বকুলবন হাউসিং কলোনি তে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছিল।সেই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক জয়শ্রী গোস্বামী মহন্ত সান্তনা গুপ্ত র সঙ্গে তার সুসম্পর্কর নানা ঘটনা প্রবাহ তুলে ধরে বলেন সান্তনা ছিলেন একজন নিরব সামাজিক কর্মী।তার শেখার আগ্রহ ছিল অসীম। সাংবাদিক স্বামী অমল গুপ্ত র সবদিকে পাশে থেকেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত জাযা জয়শ্রী মহন্ত গীতার বাণী উল্লেখ করে বলেন, মানুষ যেমন জীর্ন শীর্ন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন।সেই রূপ আত্মা ও জীর্ণ শীর্ন শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করেন। সান্তনার মৃত্যু নিয়েই তার এই গীতাকে স্মরণ। বানভাসি শহরে বৃষ্টি স্নাত দিনে স্মৃতি চারণ সভায় সান্তনার প্রাক্তন সহ কর্মী ডালিমি দেবী আবেগিক হয়ে চোখের জলে বলেন সান্তনা বলতেন আপনি আমাকে অসমীয়া শেখান আমি বাংলা শেখাবো। নিপা কলিতা বলেন সান্তনা ভাল অসমীয়া বলতে পারতেন না সে সকালে দেখা হলেই বাড়ির সবার খবর নিতেন। রামানন্দ হাজরিকা বলেন তার ছেলের জন্মদিনে এক হাত ঘড়ি দিয়ে ছেলেকে আস্বাস দিয়েছিল আগামী জন্মদিনে আরো ভাল কিছু দেব।আর আগামী বছরে আসবে না। হিমন্ত হিল্লোল সাইকিয়া সান্তনার স্মৃতি নিয়ে আলোক পাত করেন। দীপান্বিতা মুখার্জী খান এই মৃত্যু নিয়ে এক আবেগিক কবিতা পাঠ করেন। প্রাক্তন সভাপতি আবুআহমেদ ,বর্তমান সভাপতি কেশ বা নন্দ বরাও ভাষণ দেন , ভৈরবী দেওরা, মনিকা ধর ,বিপ্লব ধর, সুভাষ দেউড়ি, ডান্ডি রাজ ডাহাল, হিরণ্য সাইকিয়া প্রমুখ ব্যবস্থা পনায় ছিলেন। নেপাল পোদ্দার আজকের অনুষ্ঠান সুচারুভাবে পরিচালনা করেন। আজকের সভায় সান্তনা গুপ্ত র স্বামী বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্ত কে বিশেষ ভাবে সম্মান জানানো হয়। অগ্রগামী মহিলা সমিতির ব্যবস্থাপনাতে এই স্মরণ সভা অনুষ্ঠী্ত হয়। সকালে অমল গুপ্ত র বাড়িিিতে গীতা পাাঠ করেন নেপাল পোদ্দার।
কোন মন্তব্য নেই