প্রধানমন্ত্রী র মা হীরাবেন শতবর্ষে পা দিলেন
নয়া ঠাহর,গুয়াহাটি=দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদি শত বর্ষে পা দিলেন গতকাল। প্রধানমন্ত্রী গুজরাতের নিজের মায়ের কাছে গিয়ে তাঁর পা ধুইয়ে আশীর্বাদ গ্রহণ করেন। দুর্বল শরীরে মা ছেলেকে মিষ্টি মুখ করান। প্রধান মন্ত্রী বাড়ির কাছে ভাদ দরা তে এক বিশাল সভা সম্বোধন করে বলেন আজ মাতৃ বন্দনা দিবস, নিজের মা আর মা কালীর আশীর্বাদ নিয়ে তার আত্ম বিশ্বাস বেড়েছে।দেশসেবা করার মানসিকতা তৈরি হয়েছে তিনি উজ্জিবিত হয়েছেন
।এর আগে মায়ের স্মৃতি চারণ করে বলেন তাঁর মা হীরাবেন কঠোর নিয়ম নীতি মেনে চলেন।দারিদ্র তা একদিন তাদের গ্রাস করেছিল।মা পরের বাড়ির বাসন ও মেঝেছিলেন। বলেন অভিধানে মা শব্দ টি অন্য পাঁচটি শব্দের মত নয়। তার বহু মানে তাৎপর্য বহন করছে। জনসভায় ভদ দরা শহর সম্পর্ক এ বলেন এই শহর স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের স্মৃতি বিজড়িত,তিনি বেলুড় মঠে রামকৃষ্ণ মঠে গিয়ে আশীর্বাদ নিয়ে এসেছেন।
কোন মন্তব্য নেই