Header Ads

যোগাভ্যাস বিশ্বে শান্তি আনতে পারে :প্রধানমন্ত্রী

নয়া ঠাহর,গুয়াহাটি: আজ সারা বিশ্বে আর্ন্তজাতিক যোগ দিবস উদযাপন করা হয়। আমাদের প্রধানমন্ত্রীর প্রস্তাব মেনে  রাষ্ট্র সংঘ 21 জুন   আর্ন্তজাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে।  আজ  স্বাধীনতার 75 বছর আজাদী কা অমৃত মহোৎসবের সঙ্গে সঙ্গতি  রেখে  রাজ্যের,ও দেশের 75 টি স্থানে এই দিবস উদযাপিত হয়।  আয়ুস বিভাগের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ,অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  অন্যদের সঙ্গে  যোগ দেন। সারা বিশ্বের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভোরে মহিসুর প্রাসাদে 15 হাজার লোকের সঙ্গে যোগাভ্যাস করেন। তিনি যোগের গুন সম্পর্কে বলেন বিশ্বে শান্তি আনতে সব মানুষকে যোগাভ্যাস করা উচিত।বিশ্বের সঙ্গে যোগাযোগ  সুচারু করতে  যোগাভ্যাস খুব জরুরি।  আজ 75 জন কেন্দ্রীয় মন্ত্রীও  অংশগ্রহণ করেন। আয়ুস মন্ত্রক তথা কেন্দ্রীয়   জাহাজ মন্ত্রী সর্বানন্দ সনওয়াল বলেছেন দেশের 20 কোটি মানুষ যোগে অংশ গ্রহন করেন।  বিনা ঔষধে গরিব মানুষেরা যোগাভ্যাস করলে উপকৃত হবে।  স্বাস্থ্য মন্ত্রী কেশব  মহন্ত বলেছেন যোগাভ্যাস মানুষের দেহ  মন কে সুস্থ রাখে সজীব রাখে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.